কাছাড়ে এক কর্মীর কাছে লস্কর-ই-তৈয়বা সদস্য বলে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি, ধৃত ৪

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্য পরিচয় দিয়ে ফোনে এক নির্মাণ সংস্থার কর্মচারীর কাছ থেকে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা চার সন্দেহভাজনকে কাছাড় পুলিশ গ্রেফতার করেছে। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাতো একথা জানিয়েছেন। তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি রাত ৯-৩০ মিনিটের দিকে ঝান্ডু ইনফ্রাটেক লিমিটেডের এক কর্মচারীকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে কোম্পানির কাছ থেকে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ পরিশোধ না করলে গুরুতর পরিণতির হুমকিও দিয়েছে তারা।

তিনি বলেন, খবর পেয়ে কাছাড় পুলিশ কাটিগড়া থানায় ৩০৮(২)/৩৫১(৩) বিএনএস ধারায় ১০/২০২৫ নম্বর মামলা দায়ের করে তদন্ত শুরু করে।  পুলিশ অভিযান চালিয়ে কালাইন এলাকা থেকে প্রধান অভিযুক্তের দুই সহযোগীকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন আলেক উদ্দিন (২৫) এবং আমির উদ্দিন। তারা কাটিগড়ার গুমড়া এলাকার মাকেনপুরের বাসিন্দা।

কাছাড়ে এক কর্মীর কাছে লস্কর-ই-তৈয়বা সদস্য বলে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি, ধৃত ৪

পুলিশ তার সহযোগীদের কাছ থেকে তথ্য পেয়ে মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের রাইম্বাই গ্রাম থেকে প্রধান অভিযুক্ত বক্তার হুসেনকে মেঘালয় পুলিশের সহায়তায় গ্রেফতার করে।  ধৃতের আদি বাড়ি সোনাইয়ের সুন্দরী দ্বিতীয় খণ্ডে। পাশাপাশি তাঁদের আরেক সহযোগী শামসির উদ্দিন বড়ভূইয়াকেও গ্রেফতার করে।      তদন্ত চলাকালীন, প্রধান অভিযুক্তের কাছ থেকে মুক্তিপণ কলের জন্য ব্যবহৃত সিম কার্ড সহ মোবাইল হ্যান্ডসেটটি উদ্ধার করা হয়েছে।  ঘটনার আরও তদন্ত চলছে বলে জানান এসপি ।

Spread the News
error: Content is protected !!