শ্রীভূমিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লার্ভানাশক অভিযান শুরু
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ জুলাই : বর্ষাকালে ম্যালেরিয়া, ডেঙ্গু ও জাপানি মস্তিষ্ক জ্বরের মতো মশাবাহিত রোগের ঝুঁকি রোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং শ্রীভূমি পৌর সভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে শ্রীভূমি শহরে শুরু হয়েছে বিস্তৃত লার্ভানাশক স্প্রে অভিযান। “সাফাই আপনাও, বিমারি ভাগাও” কর্মসূচির অধীনে জাতীয় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, শ্রীভূমি শাখা ও প্রতিক্রিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি বাড়ি গিয়ে সচেতনতামূলক আলোচনা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে।অভিযান উদ্বোধন করে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং জানান, মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে।

জেলা পরামর্শদাতা দেবজিৎ দে বলেন, এই অভিযানে প্রাকৃতিক ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত একটি জৈবিক ওষুধ ব্যবহার করা হচ্ছে, যা মশার ডিম ও লার্ভা ধ্বংসে কার্যকর। এটি শহরের ড্রেন ও জমে থাকা জলে ছিটানো হচ্ছে যাতে মশার বংশবৃদ্ধি থেমে যায়। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, তারা যেন নিজেদের ঘর ও চারপাশ পরিষ্কার রাখেন, জল জমতে না দেন এবং স্বাস্থ্যকর্মীদের সর্বাত্মক সহযোগিতা করেন। এই অভিযান বর্ষা জুড়ে চলবে এবং শহরের প্রতিটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাস্তবায়ন করা হবে। প্রশাসনের আশা, সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতার মাধ্যমে এ বছর শ্রীভূমিতে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
