লঙ্কা-চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথ শীঘ্র রূপায়নের দাবিতে রেলমন্ত্রী ও জিএম-কে স্মারকপত্র

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : লঙ্কা-চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথ শীঘ্র রূপায়নের দাবিতে রেলমন্ত্রী ও এনএফ রেলের জিএমের উদ্দেশে স্মারকপত্র প্রদান করল শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। শনিবার শিলচর স্টেশনসুপারের মাধ্যমে স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র প্রদানকালে সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যাপক অজয় রায়, কার্যকরী কমিটির অন্যতম সদস্য যথাক্রমে মলয় ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ, প্রবীর রায় চৌধুরী, চাম্পা লাল দাস, সরল পাল, নকুল রঞ্জন পাল, হিল্লোল ভট্টাচার্য, রাহুল দেব, স্বপন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকপত্র প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যাপক অজয় রায় বলেন, চন্দ্রনাথপুর লংকা দ্বিতীয় রেল পথ নির্মাণের কাজ যাতে কোন ধরনের টালবাহানা না করে কেন্দ্র সরকার শুরু করে সে ব্যাপারে জোরালো দাবি উত্থাপনের লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি শিলচরের গান্ধী ভবনে ত্রিপুরা ও মণিপুরের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত গণ সমাবেশের সিদ্ধান্ত মর্মে আজ রেলমন্ত্রী সহ জিএম (ওপেন লাইন) এর নিকট স্মারকপত্র প্রদান করা হয়। তিনি বলেন এই দাবি এখন বরাক উপত্যকার গণদাবি হয়ে উঠেছে। কারণ বর্ষাকালে বরাক উপত্যকা সহ মিজোরাম, মণিপুর ও ত্রিপুরার রেল যাত্রীদের পাহাড় লাইনে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই চন্দ্রনাথপুর লংকা দ্বিতীয় রেলপথই এই দুর্ভোগ অবসানের একমাত্র পথ। এ দিন মলয় ভট্টাচার্য শিলচর রেলওয়ে স্টেশনের দুর্বল পরিকাঠামো উন্নয়নের দাবি রেল স্টেশনের সুপারের নিকট তুলে ধরেন। তিনি বলেন, শিলচর রেলওয়ে স্টেশনের লিফট দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে, তাছাড়া ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডও বন্ধ।

লঙ্কা-চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথ শীঘ্র রূপায়নের দাবিতে রেলমন্ত্রী ও জিএম-কে স্মারকপত্র

প্রবীর রায় চৌধুরী বলেন, শিলচর রেলওয়ে স্টেশনের অন্নপূর্ণা ঘাটের দিকে রেলওয়ে পুলিশের কার্যালয়ের সামনে যে গেট রয়েছে তা কখনও কখনও বন্ধ করে দেওয়া হয় এতে যাত্রীদের সমস্যা হয়। কারণ একটি গেট দিয়ে অনেক সময় যাত্রীদের রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে গিয়ে তারাপুরের যানজটের কবলে পড়ে চরম দুর্ভোগ পোয়াতে হয়। তিনি দুটো গেইট খোলা রাখার দাবি জানান। স্টেশন সুপার স্মারকপত্র দ্রুত রেল মন্ত্রী ও আধিকারিকদের নিকট পৌঁছানোর ব্যবস্থা সহ শিলচর রেল স্টেশনের পরিকাঠামোগত ত্রুটি সারানো ও রেলওয়ে স্টেশনের উভয় গেইট খোলা রাখার বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

Author

Spread the News