ডিজিটাইজেশনের কাজের জন্য কাছাড়ে ভূমি সংক্রান্ত পরিষেবা সাময়িকভাবে বন্ধ
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : কাছাড় জেলার জেলা আয়ুক্তের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সদর, সোনাই, উধারবন্দ এবং লক্ষীপুর রাজস্ব সার্কেলে সমস্ত ভূমি সংক্রান্ত পরিষেবা আগামী ৩০ নভেম্বর, ২০২৪ পর্যন্ত সাময়িকভাবে স্থগিত থাকবে। জমি রেকর্ডের গুরুত্বপূর্ণ নথি যেমন চিঠা এবং জমাবন্দীকে অসম সরকারের ধরিত্রী পোর্টালের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া সংক্রান্ত কাজের পরিপ্রেক্ষিতে এই সাময়িক বিরতি কার্যকর করা হয়েছে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই উদ্যোগটি অসম সরকারের ভূমি ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হলে নাগরিকরা ধরিত্রী পোর্টালের মাধ্যমে সহজেই জমি মালিকানা ও হস্তান্তরের সর্বশেষ তথ্য জানতে পারবেন, যা জমি রেকর্ড ব্যবস্থাপনাকে আরও দ্রুতগামী ও সুলভ করতে সাহায্য করবে।
ডিজিটাইজেশন চলাকালীন সময়ে জমি বিক্রয়, লিজ এবং হস্তান্তরের মতো পরিষেবাগুলি সাময়িকভাবে উপলব্ধ থাকবে না। বাসিন্দা এবং সংশ্লিষ্ট পক্ষদের তাদের ভূমি সংক্রান্ত কার্যকলাপ পরিকল্পনা করতে এবং এই পরিবর্তনশীল প্রক্রিয়ায় সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে। এই উদ্যোগ কাছাড়ের জনগণের জন্য ভূমি রেকর্ড ব্যবস্থাপনায় নতুন এক দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।