বজর‌ঙ্গি ভাই শম্ভু কৈরীর নৃশংস খু‌নের প্রতিবা‌দে প্রদীপ মি‌ছিল বারইগ্রা‌মে

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : লোয়াইর‌পোয়া বা‌সিন্দা তথা বজরং দ‌লের কর্মী শম্ভু কৈরীর নৃশংস খু‌নের প্রতিবা‌দে শুক্রবার প্রদীপ হা‌তে নি‌য়ে প্রতীকী মি‌ছিল বের হয় বারইগ্রা‌মে।বিশ্বহিন্দু পরিষদ, বজরং দল ও আরএসএ‌সের বারইগ্রাম প্রখণ্ডের ব‌্যবস্থাপনায় এই মি‌ছিল‌টি স্থানীয় আশ্রমের সবক‌টি সড়ক প‌রিক্রমা শে‌ষে আশ্রম চত্ত‌রে থাকা রাধাকু‌ণ্ডে প্রদীপ বিসর্জন দেন।

শে‌ষে অনু‌ষ্ঠিত হয় এক প্রতিবা‌দী সভা। এ‌তে বি‌ভিন্ন বক্তারা শম্ভু কৈরী হত‌্যা কা‌ণ্ডে গ‌ভীর ষড়যন্ত্র র‌য়ে‌ছে ব‌লে দা‌বি ক‌রেন। এ‌তে জ‌ড়িত‌দের চি‌হ্নিত ক‌রে ফাঁসির দাবি জানান তারা। বক্তা‌দের কথায় সম্প্রতি চা বাগা‌নের জনগণকে টা‌র্গেট ক‌রে এক‌টি ইসলা‌মিক মৌলবা‌দি গো‌ষ্ঠী মাথাচড়া দি‌য়ে উ‌ঠে‌ছে। তারা বাগা‌নের জ‌মি হা‌তি‌য়ে নেওয়ার পাশাপা‌শি এবার চা বাগান সম্প্রদা‌য়ের লোক‌দের খুন কর‌তে মা‌ঠে নে‌মে প‌ড়ে‌ছে। ও‌দের বিরু‌দ্ধে এনআইএ পর্যা‌য়ের তদ‌ন্তের দা‌বি ক‌রেন হিন্দু সংগঠ‌নের কর্মকর্তারা।প‌রে প্রয়া‌তের আত্মার চিরশা‌ন্তি কামনা ক‌রে এক মি‌নিট নিরবতা পালন করা হয়।

এ‌দি‌নের মি‌ছিলে অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব‌হিন্দু প‌রিষ‌দের দক্ষিণ পূর্ব অসম প্রান্তের প্রান্ত সহ প্রমুখ বুদ্ধ দাস, জেলা সভাপতি বিশ্বজিৎ নাগচৌধুরী, বারইগ্রাম প্রখণ্ডের সভাপতি অনিল নাথ, সম্পদক সুমিত দে, বজরং দলের ভাগবত রায়, সুকুমার মালাকার, আরএসএসের অনুপম দাস ও রাজন দাস প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News