লামডিং-বদরপুর হিল সেকশনে হঠাৎ ধস, বিঘ্নিত রেল চলাচল

বরাক তরঙ্গ, ৩ জুলাই : লামডিং-বদরপুর হিল সেকশনে হঠাৎ পাহাড় থেকে মাটি-পাথর নেমে আসল। যারদরুন পাহাড় লাইনে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ পাহাড় লাইনের লামডিং-বদরপুরের মধ্যে মুপা স্টেশনের কাছে ৫১/২ কিলোমিটার অংশে গড়িয়ে নেমে আসে। জানা গেছে, সে সময় শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। কিন্তু ট্রেনের লকো পাইলট মুপা স্টেশন পার হয়ে কিছু দূর আসার পরই দেখেন পাহাড় থেকে মাটি পাথর নেমে আসছে। সঙ্গে সঙ্গেই লকো পাইলট ট্রেনটি থামিয়ে দেন। এবং সেখান থেকে শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটিকে পুনরায় মুপা স্টেশনে ফিরেয়ে আনা হয়।

এদিকে, পাহাড় লাইনে পুনরায় ধস নেমে রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়ায় উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকে রেখেছে। তারমধ্যে  ১৫৬১৬ শিলচর গুয়াহাটি মুপা, ১৩১৭৪ সাব্রুম শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মাহুর, ১২৫২৬ আগরতলা লোকমান্যতিলক এক্সপ্রেস নিউহাফলং ১৫৬১৮ দুল্লভছড়া-গুয়াহাটি-ডিটেকছড়া, ১৪৬১৯ আগরতলা-ফিরোজপুর ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস জিরনিয়া স্টেশনে আটকে রাখা হয়।

লামডিং-বদরপুর হিল সেকশনে হঠাৎ ধস, বিঘ্নিত রেল চলাচল
Spread the News
error: Content is protected !!