লক্ষীপুর-বিলবাড়ি এবং নারাইনপুর জিপির সভাপতি ও সহ-সভাপতি মনোনীত
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১ জুলাই : পাথারকান্দি ব্লকের অধীনস্থ লক্ষীপুর-বিলবাড়ি ও নারাইনপুর গ্রাম পঞ্চায়েতে সভাপতি সহ-সভাপতি চয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হল মঙ্গলবার। এদিন এমর্মে ব্লক কার্যলয়ে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত সভায় সভাপতি ও সহসভাপতি চয়ন করা হয়। এতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দুই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সকল সদস্য ও প্রশাসনিক প্রতিনিধিরা।
প্রথম দফার বৈঠকে লক্ষীপুর-বিলবাড়ি জিপিতে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মনোনীত হন বিশিষ্ট সমাজসেবী বিষ্ণু শর্মা এবং সহ-সভানেত্রী পদে নির্বাচিত হন তরুণ নেত্রী সুহানা বেগম। দু’জনেই দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এরপর দ্বিতীয় দফার বৈঠকে নারাইনপুর জিপিতেও সর্বসম্মতভাবে সভানেত্রী হিসেবে নির্বাচিত হন পূজা ভট্টাচার্য এবং সহ-সভানেত্রীর দায়িত্ব পান সুপ্তা দে। এদিন দু’টি জিপির সকল নবনির্বাচিত সদস্য ও সদস্যাদের সরকারি প্রটোকল অনুযায়ী শপথ গ্রহণ করানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
নবনির্বাচিত সভাপতি ও সহ-সভানেত্রীগণ শপথগ্রহণের পর নিজ নিজ বক্তব্যে এলাকার সর্বস্তরের ভোটারদের, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, বিধায়ক ও রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, দলীয় সহকর্মী ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁরা আশ্বাস দেন যে, আগামী দিনে দলমত নির্বিশেষে জনস্বার্থে কাজ করে যাবেন এবং পঞ্চায়েত স্তরে স্বচ্ছ ও কার্যকর প্রশাসন প্রতিষ্ঠা করবেন।

সভা শেষে পাথারকান্দি বিজেপি ব্লক মন্ডল কার্যালয়ে নবনির্বাচিত নেতৃত্বদের সংবর্ধনা জানানো হয়। স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও সাধারণ মানুষ এই সংবর্ধনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক দেবসুন্দর রায় ও অজয় কার্কীছেত্রী। তাঁরা পঞ্চায়েত সদস্যদের শপথ পাঠ করানোর পাশাপাশি সভার সম্পূর্ণ কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।