থাইরয়েড সহ ৪৪টির বেশি রোগ নির্ণয়ে ল্যাব চালু সোনাবাড়িঘাট হাসপাতালে

বরাক তরঙ্গ, ৬ জুলাই : সোনাবাড়িঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরোটরির সঙ্গে যুক্ত হল অসম সরকার ও কৃষ্ণা ডায়াগনস্টিক লিমিটেডের যৌথ উদ্যোগে পরীক্ষাগার। এখন থেকে হাসপাতালে ৬৩টি নমুনার পরীক্ষা করা হবে। বিশেষ করে থাইরয়েড, বি১২, এএনএ, এইচআইভি, ডি-ডিমার ইত্যাদি ৪৪ ধরনের রোগ নির্ণয় করতে রক্ত সহ অন্যান্য পরীক্ষা করবে কৃষ্ণা ডায়াগনস্টিক লিমিটেড। বাকি ১৯টি পরীক্ষা অর্থাৎ ম্যালেরিয়া, কফ, যক্ষা, হিমোগ্লবিন ইত্যাদি পরীক্ষা হাসপাতালের ল্যাবে করা হবে। শনিবার হাসপাতালের ইনচার্জ ডাঃ সুলতান আহমেদ মজুমদার পরিচালন সমিতির সদস্যদের নিয়ে নয়া ল্যাব পরিদর্শন করেন। সদস্যদের মধ্য়ে ছিলেন সামসুল ইসলাম বড়ভূইয়া, মঞ্জুর এলাহি চৌধুরী ও আলি আফসার আশু চৌধুরী।

এ দিকে, ল্যাব টেকনিশিয়ান জয়নুল হক লস্কর জানান, অসম সরকার ও কৃষ্ণা ডায়েগনস্টিক লিমিটেডের যৌথ উদ্যোগে চালু হওয়া ল্যাবের টেকনিশিয়ান রক্ত ইত্যাদি সংগ্রহ করে রামনগরে থাকা কৃষ্ণা ডায়াগনস্টিক ল্যাবে পরীক্ষা হবে এবং একদিন পর তার রিপোর্ট তাদের হাতে পৌছাবে। এবং তাদের আগের নিয়মমতে ১৯ রোগ নির্ণয় করতে হাসপাতালে তিনি পরীক্ষা করবেন। ১ জুলাই থেকে চালু হওয়া নয়া ল্যাব ইতোমধ্যে বেশ কয়েকজন রোগী থাইরয়েড সহ ইত্যাদি পরীক্ষা করিয়েছেন। 

Author

Spread the News