শিলচরে ব্যাঙ্ক কর্মচারীদের শ্রমিক দিবস পালন
বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক দিবস পৃথিবীর অন্যান্য অংশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ব্যাঙ্ক কর্মচারীরা আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক কর্মচারীদের ব্যবস্থাপনায় প্রেমতলাস্থিত শাখার সামনে এই দিনটি পালন করেন। এদিনের অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ব্যাঙ্ক কর্মীরা রক্তিম পতাকা উত্তোলন করেন ও শহিদ শ্রমিকদের স্মৃতিতে তৈরি অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। কর্মচারীদের পক্ষ থেকে বলতে গিয়ে শক্তিপদ ভট্টাচার্য আন্তর্জাতিক শ্রমিক দিবসের ঐতিহাসিক পেক্ষাপট তুলে ধরেন।
বক্তা সমরেন্দ্র দেব বর্তমান সময়ের নিরিখে শ্রমিকদের বিশেষ করে ব্যাঙ্ক কর্মীদের অবস্থা বিশ্লেষণ করেন। ১৮৮৬ সালের আমেরিকার হে মার্কেটের আন্দোলনের এত বছর পরও শ্রমিকদের অবস্থার যে উন্নতি হয়নি, পাশাপাশি দেশের নির্বাচিত সরকারগুলোও দশকের পর দশক ধরে কিভাবে শ্রমিকদের স্বার্থ থেকে মালিকপক্ষের স্বার্থরক্ষায় নিয়োজিত ছিল এবং আছে তা বক্তাদের কথায় বারবারই উঠে এসেছে। যুবসমাজের মধ্যে সচেতনা ও সংগঠিত আন্দোলনের অনুপস্থিতিতে অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে বলে মতপ্রকাশ করা হয়।
এদিনের অনুষ্ঠানে বক্তৃতা রাখেন স্বপন কুমার রুদ্রাপাল, পদরেণু চৌধুরী, রাহুল রায়। পরিশেষে ব্যাঙ্ক এম্পলিয়েজ ফেডারেশন অফ ইণ্ডিয়ার পক্ষ থেকে প্রিতম চন্দের ধন্যবাদসূচক বক্ততার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।