নলবাড়িতে তীব্র প্রতিবাদ, পুড়ল হিমন্ত ও জয়ন্ত মল্লর কুশপুতুল

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : “পদত্যাগ করুন”, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া! কাকে জিজ্ঞেস করে আমাদের বাক্সা জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে?” ক্ষুব্ধ জনগণ এভাবেই প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী বরুয়াকেও।  নলবাড়ি থেকে বিচ্ছিন্ন হওয়া ১০ টি গ্রামের লোকেরা মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করেন। ক্ষুব্ধ জনগণ এভাবেই মুখ্যমন্ত্রী ও সরকারকে প্রশ্ন করেন।

ভোটের রাজনীতিতে নলবাড়ি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে নলবাড়ির ১০টি গ্রাম বাক্সা জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এনিয়ে সরকার এক নির্দেশনাও জারি করে। এই নির্দেশের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কুশপুতুল পোড়ানো হয়। নলবাড়ি জেলার ১০ টি গ্রাম অর্থাৎ অররা, বড়ালকুচি, তিনপুখুরি, চাটো আলিয়া, নামতি, নারায়ণগাঁও, গড়গৌরি, সোনকুড়িহা, পানিমাজকুচি এবং বালিপাড়া গ্রামগুলি বিটিআরে অন্তর্ভুক্তিকরণে সরকার জারি করেছিল নির্দেশিকা।

Author

Spread the News