মেডিক্যালে হৃদযন্ত্রে ক্রুটি, ব্লাড ক্যান্সার (থ্যালাসেমিয়া) শনাক্তকরণ শিবির ৯ সেপ্টেম্বর

আসছেন নারায়না হৃদয়ালয়ের কলকাতা ও ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞরা

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : আগামী ৯ সেপ্টেম্বর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগত হৃদরোগ (অনূর্ধ্ব ১৮ বছর বয়স অবধি) এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের (অনূর্ধ্ব ১৪ বছর বয়স অবধি) জন্য এক স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শিবিরে স্ক্রিনিং করবেন দেশের সুনামধন্য নারায়না হৃদয়ালয়ের কলকাতা ও ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকরা। অসম সরকার ও রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি (আরবিএসকে)-র অধীনে শনাক্ত হওয়া হৃদরোগে আক্রান্ত শিশুর যাবতীয় চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে নারায়না হৃদয়ালয়ের কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বই ও গুয়াহাটি ইউনিটে।

এদিকে, শনাক্ত হওয়া ব্লাড ক্যান্সার বা রক্তজনিত জটিল থ্যালাসেমিয়া রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হবে। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের স্নেহস্পর্শ স্কিমের অধীনে জটিল এই রোগের চিকিৎসার জন্য অঞ্চলভিত্তিক এই শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে বরাক উপত্যকার তিন জেলা যথাক্রমে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার আক্রান্ত শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তবে এক্ষেত্রে যোগ্য রোগীদের তাদের নিজ নিজ জেলার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (স্বাস্থ্য খণ্ড) নিয়োজিত আরবিএসকের সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মীদের যোগাযোগ করে কার্ড (রেফারেল কার্ড) সংগ্রহ করে নাম পঞ্জীয়ন করতে হবে। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের আরবিএসকের অধীনে এদিন নিজ নিজ স্বাস্থ্য খণ্ড থেকে অভিভাবক সহ রোগীদের সরকারী খরচায় গাড়ি ভাড়া করে নিয়ে আসা হবে। বিশদ জানতে বিভাগীয় কাছাড় জেলা সংযোজক ইকবাল বাহার লস্করের সঙ্গে (ফোন: ৭০০২৬৭১২৮৭) যোগাযোগ করা যেতে পারে।

মেডিক্যালে হৃদযন্ত্রে ক্রুটি, ব্লাড ক্যান্সার (থ্যালাসেমিয়া) শনাক্তকরণ শিবির ৯ সেপ্টেম্বর
মেডিক্যালে হৃদযন্ত্রে ক্রুটি, ব্লাড ক্যান্সার (থ্যালাসেমিয়া) শনাক্তকরণ শিবির ৯ সেপ্টেম্বর

Author

Spread the News