বৈঠাখালে বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন কৃষ্ণেন্দুর
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : পাথারকান্দি এলাকার বৈঠাখাল থেকে লোয়ারপোয়া নদীবাঁধ সম্প্রসারণের কাজে জোর দিলেন রাজ্যের মীন, পশুপালন ও পূর্ত দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাক উপত্যকায় ঠাসা কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার বিকেলে তিনি নিজ কেন্দ্রের পাথারকান্দি বৈঠাখাল থেকে লোয়ারপোয়া নদীবাঁধ সম্প্রসারণের কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন। জলসম্পদ বিভাগের বিভাগীয় আধিকারিকদের নিয়ে বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন কালে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাজের গুণগত মান সম্পর্কে বিভাগীয় আধিকারিকদের রিপোর্ট তলব করেন।
মন্ত্রী বলেন, কোন অবস্থায় বাঁধ নির্মাণ কাজে কোনধরণের গাফিলতি বরদাস্ত করা হবে না। বৃহত্তর জনগণের সুরক্ষার প্রশ্নে বাঁধ নির্মাণের কাজ সঠিক ভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী। এদিকে মন্ত্রীর এই ঝটিকা সফরকে ব্যাপক সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।