পুজো কমিটিগুলোকে মুখ্যমন্ত্রীর অনুদান পৌঁছে দিলেন কৃষ্ণেন্দু
বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : এবার প্রথমবারের মত অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা বাঙালিদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজায় Bday কমিটিকে নগদ অর্থ সাহায্যে কথা ঘোষণা করেছিলেন। আর করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা আসনে ২২৮ টি পূজা কমিটি এই আর্থিক সহায়তা লাভ করেছে। এতে আয়োজক কমিটি সহ জনগণ মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
ষষ্ঠীর পূণ্য লগ্নে পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল নিজ বৈঠাখাল চা বাগানে প্রথম উপস্থিত হয়ে স্থানীয় পূজা কমিটির কর্মকর্তাদের হাতে দশ হাজার টাকার চেক তুলে দেন।এতে বিধায়ক বলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপূজাতে মুখ্যমন্ত্ৰীর এই উপহার কমিটির অনেক সহায়তা হবে।তিনি আরও বলেন ক থাকেন যাতে ভক্তদের দেবী দর্শনে কোনো ব্যাঘাত না ঘটে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিগঞ্জ।