রাখি ভারতীয়দের মধ্যে একাত্মবোধ জাগ্রত করে : কৃষ্ণ গোপাল

আসাম বিশ্ববিদ্যালয়ে রাখিবন্ধন উৎসব আরএসএসের____

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : ভাইবোনের রাখিবন্ধন উৎসব যেমন পারিবারিক মূল্যবোধকে শক্তিশালী করে, তেমনই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই উৎসব ভারতীয়দের মধ্যে একাত্মবোধ জাগ্রত করে। সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত রাখিবন্ধন উৎসবে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহ সরকার্যবাহ ড. কৃষ্ণ গোপাল। সংঘের দক্ষিণ আসাম প্রান্তের অধীন বিশ্ববিদ্যালয় ছাত্র মিলনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে পৌরোহিত্য করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ।

এদিন সন্ধ্যায় আয়োজিত এই রাখিবন্ধন উৎসবে বক্তব্য রাখতে গিয়ে ড. কৃষ্ণ গোপাল বলেন, বিশ্বের প্রায় সর্বত্র এক ভাষা এক দেশ হলেও ভারত এমনই এক দেশ যেখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন জনগোষ্ঠীর বাস।  বৈচিত্র‍্যে ভরা এই দেশের বিভিন্ন ভাষাভাষীর লোকদের সুসংগঠিত করে ভাতৃত্ব ও একতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর রাখিবন্ধন উৎসব আয়োজিত করে আসছে আরএসএস। প্রসঙ্গক্রমে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করে বলেন, ১৯০৫ সালে এই রাখিবন্ধন উৎসবের আয়োজন করে কবিগুরু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অন্যতম হাতিয়ার করেছিলেন।

রাখি ভারতীয়দের মধ্যে একাত্মবোধ জাগ্রত করে : কৃষ্ণ গোপাল

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক পন্থ বলেন, শিক্ষিত-অশিক্ষিত, ধনী-গরিবের বেড়াজাল ছিন্ন করে জাতিবাদ, বর্ণবাদের ঊর্ধ্বে উঠে সবাইকে সংঘবদ্ধ করে ভারতীয়ত্ব জাগিয়ে তোলার যে কাজ করছে সংঘ পরিবার তা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, দেশে এখন অমৃতকাল চলছে, তাই দেশাত্মবোধের নব উন্মেষে সমৃদ্ধির পথেই এগোচ্ছে আজকের ভারত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস, রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ, বিত্ত আধিকারিক ড. শুভদীপ ধর সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, গবেষক, ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীরা। সংঘের পক্ষে ছিলেন দক্ষিণ আসাম প্রান্তের প্রচারক গৌরাঙ্গ রায়, প্রান্ত ব্যবস্থাপ্রমুখ সন্তোষ রাই, প্রান্ত শারীরিক প্রমুখ নির্মলেন্দু দেব, জেলা কার্যবাহ অসীম বিশ্বাস, জেলা ব্যবস্থাপ্রমুখ কিশোর কান্তি পাল প্রমুখ।

Spread the News
error: Content is protected !!