মরণোত্তর দেহদানে অঙ্গীকার কৃপেশ দাশগুপ্ত

এক দিবসীয় সচেতনতা সভা সম্পন্ন স্বামী বিবেকানন্দ কলেজে____

বরাক তরঙ্গ, ১১ মে : মরণোত্তর দেহদান করলেন বামপন্থী নেতা তথা পাথারকান্দির প্রবীণ সমাজসেবক কৃপেশ দাশগুপ্ত। বুধবার পাথারকান্দি স্বামী বিবেকানন্দ কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত রক্তদান ও দেহদানের উপর একদিবসীয় এক সচেতনতা শিবিরে আনুষ্ঠানিকভাবে তিনি এক অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এর আগে কলেজ অধ্যক্ষ হরিপদ দেবনাথের পৌরহিত্যে অনুষ্ঠিতব্য সভায় হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষে বিবেক আচার্য, বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করুণাময় পাল, করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক বরুণ দাশগুপ্ত, বৃহত্তর পাথারকান্দি শাখা কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী, কোরক বিকাশ শিক্ষা সংস্থার মূখ্য কর্মকর্তা টিংকু গুপ্ত, প্রবীণ সমাজকর্মী কৃপেশ দাশগুপ্ত, সমাজসেবী বিষ্ণুমূর্তি সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেহদান ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দানের উপর বিশেষ ভাবে আলোচনা করেন বিবেক আচার্য্য ও টিংকু গুপ্ত। রক্তদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য তুলে ধরেন করুণাময় পাল, বরুণ দাশগুপ্ত ও সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী। তাঁরা প্রত্যেককেই আগামীদিনে এই কলেজে একটি রক্তদান শিবিরের আয়োজন করার জন্যে কলেজ অধ্যক্ষকে অনুরোধ জানান। তাদের বক্তব্যে অনুপ্রানিত হয়ে এদিন উপস্থিত প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা আগামীদিনে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার অঙ্গীকার করে। সভায় বামপন্থী নেতা তথা পাথারকান্দির প্রবীণ ব্যাক্তিত্ব কৃপেশ দাশগুপ্ত উপস্থিত সকলের স্বেচ্ছায় দেহদানের অঙ্গিকারপত্রে স্বাক্ষর করায় উপস্থিত প্রত্যেককেই তাঁর এই উদ্দ্যোগকে সাধুবাদ জানান। কলেজের পক্ষে এদিন সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন চিন্ময় চক্রবর্তী।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News