কোটার কোচিং সেন্টারের ছাত্রী বাড়িতে আত্মঘাতী

কোটার কোচিং সেন্টারের ছাত্রী বাড়িতে আত্মঘাতী

২৪ অক্টোবর : কোটার কোচিং সেন্টারে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এর মাঝেই উত্তরপ্রদেশে নিজের বাড়িতে আত্মঘাতী হলেন এক আইআইটি পরীক্ষার্থী। মৃতের নাম রোশন বর্মা।

পুলিশ সূত্রে খবর, ২০ বছরের ওই যুবক রাজস্থানের কোটায় আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সম্প্রতি উত্তরপ্রদেশে বালিয়ায় নিজের বাড়িতে ফেরেন। সোমবার রাতে বাবা-মায়ের সঙ্গে এক ঘরে ঘুমাচ্ছিলেন। মাঝরাতে অন্য ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। পরেরদিন সকালে পরিবারের সকলে তাঁর নিথর দেহ দেখতে পান।

পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করছিলেন রোশন। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছিলেন। কী কারণে আত্মহত্যা করলেন, তা ঘিরে ধোঁয়াশায় গোটা পরিবার। কোটার কোচিংয়ে অস্বাভাবিক চাপের জেরে চলতি বছরে একাধিক পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। রোশনের মৃত্যুর নেপথ্যে পড়াশোনার অত্যাধিক চাপ, না অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।

Author

Spread the News