সোমবার কোজাগরী লক্ষ্মী পূজা, কেনাকাটায় ব্যস্ত মানুষ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : কোজাগরী লক্ষ্মী পূজাকে মাথায় রেখে প্রতি বছরের ন্যায় এবারও আনন্দে মেতে উঠেছে গোটা বরাকের জনগণ। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শুক্ল পক্ষের শেষে ধন দেবী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে।সোমবার ধন দেবীর পূজাকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এদিন ঘরে ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করা হবে। পরিবারের সুখ সমৃদ্ধি ও শান্তি সহ সম্পদের আশায় মানুষ পূজোয় বিলীন হয়ে মা লক্ষ্মীর আরাধনা করে আশীর্বাদ ধন্য হবেন।
লক্ষ্মী পূজাকে ঘিরে বরাক উপত্যকার পাশাপাশি শহর শিলচরেও আনন্দে মেতে উঠেছে মানুষ। বাজারে ভিড় জমিয়ে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জনগণ। বিভিন্ন এলাকায় চলছে প্রতিমা নির্মাণের পালা। দেবীকে সাজিয়ে তোলার পাশাপাশি বিভিন্ন স্থানে লক্ষ্মী প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। রবিবার শহরের বিভিন্ন বাজার গুলোতে ফলমূল, ধান ও পুজোর অন্যান্য সামগ্রী ক্রয় করতে মানুষের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।সোমবার সন্ধ্যায় লক্ষ্মী পাঁচালী পাঠ ও পুরোহিতদের বৈদিক মন্ত্রচ্চারণের মাধ্যমে শ্রদ্ধালুরা দেবী লক্ষ্মীর আরাধনায় বিলীন হবেন।
এছাড়াও আল্পনার মাধ্যমে সাজিয়ে তোলা হবে প্রত্যেকের ঘরবাড়ি।মহিলারা এদিন দেবী আরাধনার মাধ্যমে পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সমবেতভাবে লক্ষী পূজোয় সামিল হবেন। সবমিলিয়ে শারদীয়া দুর্গোৎসব শেষে এবার দেবী লক্ষ্মীকে বরণ করতে তৈরী গ্রাম কাছাড় সহ গোটা বরাক উপত্যকার জনগণ।