শিলচরে কিশোর কুমারের জন্মজয়ন্তী উদযাপন ৪ আগস্ট

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : গায়ক, অভিনেতা ও সঙ্গীতকার-একাধারে বহু পরিচয়ের অধিকারী কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মজয়ন্তী এবারও পালিত হবে শিলচরে। ‘কিশোর কুমার ফ্যানস ক্লাব, শিলচর’-র উদ্যোগে আগামী ৪ আগস্ট থাকবে দিনব্যাপী অনুষ্ঠান। প্রথম পর্ব শুরু হবে সকাল ৮টায়। শিলচর সার্কিট হাউস রোডে কিশোর কুমারের আবক্ষ মূর্তির পাদদেশে। যেখানে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন, স্মৃতিচারণ-সহ থাকবে সংক্ষিপ্ত আলোচনা।

দ্বিতীয় পর্ব সন্ধ্যা ৬টায় গুরুচরণ কলেজের প্রেক্ষাগৃহে। সেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন কিশোর কুমারের জনপ্রিয় গান। থাকবে শ্রদ্ধাঞ্জলিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও।

ক্লাবের সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও সম্পাদক সুজিতকুমার দাস জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও কিশোরপ্রেমীদের জন্য একটি স্মরণীয় দিন হতে চলেছে ৪ আগস্ট। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় রয়েছে কালচারাল ক্লাব ও গুরুচরণ (কলেজ) বিশ্ববিদ্যালয়। শহরের সুরপ্রেমীদের কাছে দিনটি শুধু জন্মজয়ন্তী নয়, এক অনন্য শ্রদ্ধার্ঘ্য। এমনটাই মনে করছেন ফ্যানস ক্লাবের কর্মকর্তারা।

Spread the News
error: Content is protected !!