‘বাদশা ডাক্তার’ আর নেই

'বাদশা ডাক্তার' আর নেই

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : শিক্ষক, হোমিও চিকিৎসক তথা সিপিএম কর্মী আব্দুল মতিন বড়ভূইয়া আর নেই। সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭১ বছর। প্রয়াত বড়ভূইয়া শিক্ষকের পাশাপাশি সুনাম থাকা একজন হোমিও চিকিৎসক ছিলেন। দীর্ঘ বছর সোনাবাড়িঘাটে সাধারণ মানুষকে হোমিও চিকিৎসা সেবা দিয়েছেন। হোমিও চিকিৎসায় মানুষের কাছে একজন পরিচিত চিকিৎসক ছিলেন। পাশাপাশি তিনি দক্ষ শিক্ষকও ছিলেন। দক্ষিণ কৃষ্ণপুরের এম বেণীমাধব এমই স্কুলে সুনামের সঙ্গে শিক্ষকতা করে ২০১৫ সালে অবসর গ্রহণ করেন।

প্রয়াত বড়ভূইয়া আজীবন সিপিএম কর্মী ছিলেন। শিক্ষকতা ও চিকিৎসা সেবার পাশাপাশি একনিষ্ঠভাবে দলের কাজ করে গেছেন। উত্তর কৃষ্ণপুর সিপিএম শাখার দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও কৃষক আন্দোলনে সরাসরি জড়িত ছিলেন আব্দুল মতিন বড়ভূইয়া। বাম চিন্তা চেতনায় গড়ে ওঠা প্রয়াত বড়ভূইয়া চিকিৎসা সেবা ও দলের কাজ করলেও শিক্ষকতার ক্ষেত্রে কোন আপস করেননি। সুনামের সঙ্গে দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা করেছেন তিনি।

'বাদশা ডাক্তার' আর নেই

সোনাবাড়িঘাটে চেম্বার খুলে হোমিও চিকিৎসা সেবা দেওয়ায় দক্ষিণ কাছাড়ে বেশ পরিচিত ছিলেন তিনি। সবার কাছে তিনি বাদশা ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও গুণমুগ্ধদের। বছর দিন আগে স্ত্রী প্রয়াত হন। প্রয়াতের এক ছেলে কৌশিক বড়ভূইয়া হোমিও চিকিৎসা সেবায় জড়িত।   

Spread the News
error: Content is protected !!