মিডিয়া ক্রিকেটে জয়ী খুশি ও রুবিকা

বরাক তরঙ্গ, ১৭ মার্চ : বাকস আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্টে রবিবার দু’টি ম্যাচে জিতল খুশি মিডিয়া চ্যালেঞ্জার্স ও রুবিকা প্রেস ফাইটার্স।

এসএম দেব স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রুবিকা প্রেস ফাইটার্স বিশ্বনাথ হাজাম, অভিজিৎ দেব সমৃদ্ধ এবি কালোয়ার খবর হিরোজকে হারিয়ে দেয় ৬ উইকেটে। রুবিকার জয়ে মুখ্য ভূমিকা নেন বাপন গোস্বামী। ২২ বলের সামনা করে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও পেয়েছেন বাপন। খবর হিরোজ প্রথম ব্যাটিং করে ১৫ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ৭৯ রান। বিশ্বনাথ হাজাম ২৫ ও রাজেশ দাস ৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অভিজিৎ দেব ১২ ও বিজু চন্দ ৮ রান করেন। তাদের ইনিংসে ধস নামাতে বিমান সিনহা ৫ রানের বিনিময়ে তুলে নেন মূল্যবান ৪ উইকেট। ২২ রানে ২ উইকেট পান অলোক রাজকুমার। ১টি করে উইকেট পান শুভেন্দু দাশ, রাজু নাথ ও দেবাশিস দাস। জবাবী ব্যাটিংয়ে রুবিকা প্রেস ফাইটার্স ৯ ওভার খেলে ৩ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বাপনের ২৩ রান ছাড়া তাপস নাথ (৭), সত্যজিত শুক্লবৈদ্য (১৬), রাজু নাথ (৭)। বিপক্ষের অভিজিৎ দেব, সঞ্জীব ও বিশ্বনাথ হাজাম ১ টি করে উইকেট পান।

মিডিয়া ক্রিকেটে জয়ী খুশি ও রুবিকা

দিনের অন্য ম্যাচে খুশি মিডিয়া চ্যালেঞ্জার্স ৫৯ রানে হারায় জানিগঞ্জ মিডিয়া প্যান্থার্সকে। টস পেয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জানিগঞ্জ। খুশি মিডিয়া প্রথম ব্যাটিং করে ১৫ ওভারে ৯ উইকেটে করে ১৩০ রান। আব্দুল কায়ুম (৪১), এইচকে জসিম (৩০), শিবাশিস ভট্টাচার্য (১৮), এসএম জাহির আব্বাস (১৪) ভালো রান করেন। বিপক্ষের নীলোৎপল দেব ১৩ রান দিয়ে পান ৩ উইকেট। ২৪ রান দিয়ে ২ উইকেট পান বিশ্বজিৎ দত্ত। মণি চৌধুরী ও নবেন্দু মালাকারের শিকার ১ উইকেট করে।

মিডিয়া ক্রিকেটে জয়ী খুশি ও রুবিকা

জবাবে ১৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে গিয়ে জানিগঞ্জ মিডিয়া প্যান্থার্স ৭১ রান করে অলআউট হয়ে -যায়। নবেন্দু মালাকার (২০), দেবাসিশ সোম (১৪) ও ভোলা নাথ (১০) দুই সংখ্যার রান করেন। তাদের ইনিংস ভাঙতে শিবানন্দ সিংহ ৯ রান খরচ করে ৪ উইকেট দখল করেন। ২ উইকেট পান খইরুল আলম চৌধুরী। জসিম, শিবাশিস ও কৌশিক দাস পান ১টি করে উইকেট।

Author

Spread the News