খেলো ইন্ডিয়ার ১৫০০ মিটার দৌড়ে নয়া রেকর্ড

পদক তালিকার শীর্ষে চণ্ডীগড়, দ্বিতীয় দিনেই প্রতিযোগিতা থেকে বিদায় অসমের___

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : গুয়াহাটিতে চলতি মর্যাদার  খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস থেকে বিদায় নিল অসম। রবিবার নিজেদের দ্বিতীয় দিনের মাথায় পুরুষদের ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে ৩-০ ম্যাচের ব্যবধানে জৈন ইউনিভার্সিটির কাছে পরাজিত হয়। এছাড়া জগদীশপ্রসাদ জেটি ইউনিভার্সিটির কাছে পরাজিত হয় কলকাতার অ্যাডামাস ইউনিভার্সিটি। প্রসঙ্গত, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় দলটি এবারের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে অসমের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছিল।

এদিকে, ১৫০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়লেন চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের বিকাশ। তিনি ৩ মিনিট ৫০.৭০ সেকেন্ড সময় নিয়ে নিজের দৌড় শেষ করে রেকর্ড সহ স্বর্ণপদক জয়লাভ করেন। রুপো জিতেছেন ইউনিভার্সিটি অব কালিকটের আদর্শ গাপি। তিনি সময় নিয়েছেন ৩ মিনিট ৫১.৩৪ সেকেন্ড। আর ৩ মিনিট ৫৬.৬৭ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে ব্রোঞ্জ পেয়েছেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের কে আনন্দ কৃষ্ণ।

খেলো ইন্ডিয়ার ১৫০০ মিটার দৌড়ে নয়া রেকর্ড

সরুসজাইয়ের ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামের ট্র্যাকে এদিন ১০০ মিটার দৌড়ও অনুষ্ঠিত হয়। এতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের গুরবিন্দর সিং ১০.৫৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে দ্রুততম অ্যাথলিটের খেতাব দখল করেন। রুপো এবং ব্রোঞ্জ জিতেছেন কালিকট বিশ্ববিদ্যালয়ের অজিত জৈন এবং রাষ্ট্রসন্ত টুকডোজি মহারাজ ইউনিভার্সিটির আদর্শ ভুরে। এছাড়া শিবাজী বিশ্ববিদ্যালয়ের সুদো শিবশঙ্কর মহিলাদের মধ্যে দ্রুততমা হয়েছেন। গত বছর সুদেষ্ণা রৌপ্যপদক জিতেছিলেন। হিমাচল প্রদেশ ইউনিভার্সিটির কুসুম ঠাকুর রুপো এবং ভাত্রিয়ার ইউনিভার্সিটির আর পবিত্র ব্রোঞ্জ পেয়েছেন। সোনা জেতার পথে সুদেষ্ণার সময়
লেগেছে ১২.০১ সেকেন্ড।
পদক তালিকায় চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত সবার উপরে রয়েছে। তারা ১৯টি সোনা, ১৩টি রুপো এবং ১৪টি ব্রোঞ্জ সহ ৪৬টি পদক জিতেছে। এ পর্যন্ত এবারের গেমসে মোট ৪২৯টি পদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে সোনা ও রুপো ১৪১ টি করে, ব্রোঞ্জ ১৪৭ টি। আসরের মহিলা হকি প্রতিযোগিতায় সোনা জিতেছে সম্বলপুর ইউনিভার্সিটি। তারা ফাইনালে শুট আউটে পরাজিত করেছে আইটিএম ইউনিভার্সিটিকে। ৫-৩ গোলের ব্যবধানে। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলের সমতায় ছিল।

Author

Spread the News