খেলো ইন্ডিয়া : আমরা নতুন প্রতিভার সঙ্গে পরিচিত হব, বললেন শিবাঙ্গী

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : অসমের ক্রীড়াঙ্গনের অন্যতম এক উজ্জল মুখ শিবাঙ্গী শর্মা। তিনি ২০২০ খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে তিনি মোট পাঁচটি পদক জিতে আলোড়ন তুলেছিলেন। ২০২৩ সালে হাংঝৌ এশিয়ান গেমসে ভারতীয় মহিলা রিলে দলের সদস্য ছিলেন শিবাঙ্গী। তিনি চার বছর আগের ইয়ুথ গেমসের স্মৃতিচারণ করে এবারও অসমে একটা সুন্দর আয়োজন হতে যাচ্ছে বলে মন্তব্য করলেন।

তিনি বলেন, ‘যখন অন্যের মুখে অসমের সাফল্যের কথা শুনি তখন খুশিতে মন ভরে যায়। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে আমি যখন সাফল্য পেয়েছিলাম, তখন নিজের পদক জয়ে যতটা খুশি হয়েছিলাম, এর চেয়েও বেশি ভাল লেগেছিল ভিনরাজ্যের খেলোয়াড়দের মুখে অসমের আতিথেয়তার প্রশংসা শুনে। অসমের জলপরী আরও বলেন, ‘আমি সরুসজাইয়ে কখনও প্রশিক্ষণ নিইনি। কিন্তু গেমসের সময় যখন ডাঃ জাকির হুসেন সুইমিং কমপ্লেক্সে প্রতিদ্বন্দ্বিতা করতে নামলাম, তখন খুব ভাল লাগল। আমাদের নিজেদের শহরে আন্তর্জাতিক মানের সুইমিং পুল রয়েছে সেটা ভাবতেও আনন্দ লাগে। জানুয়ারি মাসে গুয়াহাটিতে অসম্ভব ঠাণ্ডা থাকে। কিন্তু রাজ্যের ক্রীড়া বিভাগ হিটারের ব্যবস্থা করে সেই ঠাণ্ডা থেকে মুক্তি দিয়েছিল। আর, এই সুইমিং পুলকে যেভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এজন্য ক্রীড়া বিভাগের প্রশংসা করতেই হয়।

শিবাঙ্গী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে খেলো ইন্ডিয়া এবং টপস (টার্গেট অলিম্পিক পোডিয়াম) স্কিমের মাধ্যমে খেলার জগতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। আমাদের রাজ্যেও প্রতিভার অভাব নেই। তবে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত কোচের প্রয়োজন রয়েছে। এবারের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের মাধ্যমে আমরা নতুন প্রতিভার সঙ্গে পরিচিত হব। আগামীতে তারাই আমাদের দেশের গৌরব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমি মনে করি।’
উল্লেখ্য, এবারের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস আগামী ১৯ ফেব্রুয়ারি গুয়াহাটি সহ উত্তর পূর্বের সাতটি শহর তথা রাজ্যে অনুষ্ঠিত হবে।

Author

Spread the News