সোমবার থেকে শ্রীভূমিতে বিধানসভা পর্যায়ের খেল মহারণ ২.০ শুরু

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : শ্রীভূমি জেলায় খেল মহারণ ২.০ বিধান সভা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ৯ থেকে ১৬ ডিসেম্বর জেলার প্রতিটি বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতায় পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের চান্দখিরা খেলার মাঠে ১০ ডিসেম্বর সকাল ৮টা থেকে অ্যাথলেটিকস,ভলিবল ও কাবাডি অনুষ্ঠিত হবে। তাছাড়া ১১, ১২ ও ১৩ ডিসেম্বর মুন্ডমালা খেলার মাঠে সকাল ৮ টা থেকে প্রতিদিন ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে স্বামী বিবেকানন্দ কনফারেন্স হলে দাবা খেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ১৩ ডিসেম্বর সকাল ৭-৩০ টায় সাইকেলিং শুরু হবে এ পি ডি সি এল এর গেট এর সম্মুখ থেকে এবং সমাপ্তি হবে মুন্ডমালা খেলার মাঠে।

দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৯ ডিসেম্বর নিলামবাজার এসভিভি খেলার মাঠে সকাল ৮টা থেকে অ্যাথলেটিকস খেলা যেমন দৌড় এবং লংজাম্প অনুষ্ঠিত হবে। এদিকে, ১০ ডিসেম্বর সকাল ৮ টায় নিলামবাজার থেকে গান্ধাই পর্যন্ত সাইকেলিং অনুষ্ঠিত হবে। এদিকে, ৯ ও ১০ ডিসেম্বর বজেন্দ্রনগর খেলার মাঠে সকাল ৮টা থেকে ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি নিলামবাজার এস ভি ভি খেলার মাঠে ১১, ১২ ও ১৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া এসভিভিহাই স্কুলে ৯ ডিসেম্বর সকাল ৮ টা থেকে দাবা খেলা অনুষ্ঠিত হবে। 

সোমবার থেকে শ্রীভূমিতে বিধানসভা পর্যায়ের খেল মহারণ ২.০ শুরু

অনুরূপভাবে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে ১২ ডিসেম্বর আর কে নগর বিদ্যাপীঠ খেলার মাঠে সকাল ৮ টা থেকে অ্যাথলেটিকস ও লং জাম্প অনুষ্ঠিত হবে। এদিকে, ১২ ডিসেম্বর সকাল ৮টায় কলেজ রোড পয়েন্ট থেকে লক্ষীনগর পয়েন্ট পর্যন্ত সাইকেলিং অনুষ্ঠিত হবে। পাশাপাশি আর কে নগর খেলার মাঠে ১৩, ১৪ ও ১৫ তারিখ সকাল ৮টা থেকে ফুটবল,কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।তাছাড়া আর কে নগর বিদ্যাপীঠে ১৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে দাবা খেলা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা ও ক্রীড়া সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিক জেলার ট্রাফিক প্রশাসন ও নিরাপত্তা আরক্ষী দের প্রতি আহ্বান জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!