কেশবের ত্রাণসামগ্রী বণ্টন অব্যাহত

বরাক তরঙ্গ, ১১ জুন : কেশব স্মারক সংস্কৃতি সুরভী ও প্রোগ্রেসিভ ইয়ুথ সোসাইটি শিলচর এর যৌথ ব্যবস্থাপনায় কাছাড় জেলার তিনটি জায়গায় যথাক্রমে রাখাল খালেরপার, পশ্চিম কুমারপাড়া এবং কুমারপাড়া শ্রীশ্রী মহাপ্রভু আখড়াতে বন্যা ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত উক্ত এলাকাগুলিতে ত্রাণ বিতরণে সহযোগিতা করার জন্য সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় কার্যকর্তারা  যথাক্রমে অজয়কুমার পাল, দিব্যেন্দু দাস, দীপঙ্কর পাল সহ অন্যান্যরা। বন্যা ত্রাণসামগ্রীগুলির মধ্যে বিশেষ করে শিশু খাদ্য ও বিশুদ্ধ পানীয়জল তথা পানীয়জল বিশুদ্ধিকরন সামগ্রী অন্যতম।

কেশবের ত্রাণসামগ্রী বণ্টন অব্যাহত

উল্লেখ্য, এই অঞ্চল প্রতি বছরেই বন্যার জলে প্লাবিত হয় এবং স্থানীয় জনগণকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই এর প্রতি লক্ষ্য রেখে সংস্থার পক্ষ থেকে প্রতিবছরই বন্যা ত্রাণ সহ চিকিৎসা সেবার বিশেষ ব্যবস্থা করা হয়ে থাকে বলে জানিয়েছেন সংস্থার সহসভাপতি সোনাম পাণ্ডে জানিয়েছেন।

কেশবের ত্রাণসামগ্রী বণ্টন অব্যাহত
Spread the News
error: Content is protected !!