কেশব স্মারক সংস্কৃতি সুরভীর ধন্বন্তরি সেবাযাত্রা
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : কেশব স্মারক সংস্কৃতি সুরভী সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্ত, চিকিৎসক অ্যাসোসিয়েশন এনএমও এবং এএমও যৌথভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধন্বন্তরি সেবা যাত্রা নামে এক বিশেষ চিকিৎসা সেবার আয়োজনের আজ তৃতীয় দিন। এই চিকিৎসা সেবা যাত্রায় দেশের বিভিন্ন নামিদামি চিকিৎসা মহাবিদ্যালয় থেকে চিকিৎসকগণ অংশগ্রহণ করেছেন। নিঃস্বার্থ সেবা ভাব নিয়ে সুদূর থেকে আসা আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমে নরসেবাই নারায়ণ সেবা এর প্রতিফলন আমরা দেখতে পাই। সামাজিক এবং সাংস্কৃতিক দৃঢ়তা বৃদ্ধি পাবে তৎসঙ্গে স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার আরো একটু প্রয়াস আমরা এই সুরভী সংস্থার কাজের মাধ্যমে আমরা অনুভব করতে পারি। সম্পূর্ণ অসমের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের বরাক উপত্যকায়ও প্রায় ৩০ জনের অধিক সংখ্যক বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই সেবা কার্যে নিয়োজিত আছেন। ১৫টি স্থানে প্রায় ২০০০ এর অধিক সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেছে এই সংস্থা।
সুরভি সংস্থা গত ১৫ বছর যাবত ধন্বন্তরি সেবা যাত্রা করে চলছে, আগামীতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, এই সেবা যাত্রায় সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন সুরভী সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, এএমও চিকিৎসক সংস্থার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ডাঃ সুমন বিশ্বাস।

