বেরেঙ্গা রবিদাসপাড়ায় শ্রদ্ধা জাগরণ কেন্দ্র স্থাপন কেশব সুরভীর
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : সামাজিক, কৃষ্টি সংস্কৃতি সভ্যতা এবং ইতিহাসের প্রতি যত্নশীল হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে কেশব স্মারক সংস্কৃতি সুরভী বেরেঙ্গা রবিদাসপাড়া প্রথম খণ্ডে একটি শ্রদ্ধা জাগরণ কেন্দ্রের সূচনা করল। সোমবার এই সূচনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেমলাল রবিদাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিশিষ্ট সমাজসেবক সুমন্ত নাথ সহ অন্যান্যরা।
সুরভী সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য এক বিশেষ আলাপাচারিতায় জানান যে, হিন্দুস্থানের রাষ্ট্রীয় ধর্মই হল হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের মধ্যে যে মানবিক মূল্যবোধ, সামাজিক চেতনা, এবং রাষ্ট্রীয়তা আছে, তারই প্রেক্ষাপটে আজকের এই শ্রদ্ধা জাগরণ কেন্দ্রের সূচনা করলেন। এবং তিনি জানান, আমাদের ভারতীয় মহাপুরুষদের জীবন কাহিনী থেকে শিক্ষা লাভ করে একটি সুন্দর সভ্য শান্তিপূর্ণ সমাজ গঠন করার লক্ষ্যে, এই শ্রদ্ধা জাগরণ কেন্দ্রে, গুরু রবিদাস জি মহাপুরুষের জীবনী এবং বাণী সম্বলিত একটি পুস্তক প্রধান করা হয়। যাহা সমাজ তথা দেশ গঠন করার লক্ষ্যে একটি অপরিহার্য্য এবং সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন। চন্দন রবিদাস মহাশয়কে মুখ্য আহ্বায়ক হিসাবে এই কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।