রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য : কৌশিক

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : জনকল্যাণের মানোন্নয়ন ও রেশন বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে কাছাড় জেলার জন্য নয়া রেশন কার্ড বিতরণ প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার শিলচর জেলা কমিশনারের কার্যালয়ের ননবনির্মিত সভা কক্ষে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের নেতৃত্ব দেন অসম সরকারের খাদ্য, গণবণ্টন, ভোক্তা সুরক্ষা ও আইনি পরিমাপ, খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কমিশনার মৃদুল যাদব, তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম এবং নীহাররঞ্জন দাস। এছাড়াও ড. ধ্রুবজ্যোতি হাজরিকা, কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার  খাদ্য, গণবণ্টন ও ভোক্তা সুরক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সহ অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য : কৌশিক

বৈঠকে মন্ত্রী কৌশিক রায় বলেন, “প্রত্যেক উপযুক্ত উপভোক্তাকে দ্রুত রেশন কার্ড প্রদান নিশ্চিত করার জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ।” তিনি জমা পড়া আবেদনগুলির বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। মন্ত্রী আরও জানান, “রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যাবস্থা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য, যাতে সুবিধাবঞ্চিত শ্রেণিগুলি সঠিকভাবে উপকৃত হয়।” বিধায়করাও তাঁদের নির্বাচনী এলাকার সমস্যাগুলি তুলে ধরে মতামত প্রদান করেন এবং সাধারণ মানুষের দাবিদাওয়ার কথা বৈঠকে উপস্থাপন করেন।

রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য : কৌশিক

সভা শেষে, আবেদন প্রক্রিয়া সহজীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন রেশন কার্ড বিতরণের সুষ্ঠু বাস্তবায়নের জন্য কার্যকরী নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রী রায় জেলা প্রশাসনের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছন এবং সকল অংশীদারদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে বারাক উপত্যকার জনকল্যাণমূলক কাজগুলিকে আরও জোরদার করা যায়।

Author

Spread the News