শিলচর দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আঞ্চলিক পরীক্ষাগারের উদ্বোধন কৌশিকের
বরাক তরঙ্গ, ১৫ মে : দূষণ নিয়ন্ত্রণ বোর্ড অসমের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আরএলও শিলচরের নতুন আপগ্রেড করা আঞ্চলিক পরীক্ষাগার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের দ্বিতীয় তলায় আঞ্চলিক পরীক্ষাগারটি উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, PCBA-এর চেয়ারম্যান অরূপকুমার মিশ্র, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের ডিসি মৃদুল যাদব এবং শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব।

মন্ত্রী কৌশিক রায় মনে করেন, এই উন্নত সুবিধাটি এ অঞ্চলের পরিবেশগত পর্যবেক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে একটি বড় মাইলফলক।
