শিলচরে সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের ফলক উন্মোচন কৌশিক ও দীপায়নের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : শিলচর শহরে দু’টি সড়ক ও গার্ড ওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সোমবার তাঁরা কাজের ফলক উন্মোচন করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বরাকের উন্নয়নকে এগিয়ে নিতে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রীর ‘পকিপথ’ নির্মাণ যোজনার অধীনে অম্বিকাপট্টি এলাকার রাস্তা ও নালার ওপর নির্মিত হতে যাওয়া গার্ড ওয়ালের জন্য ৪ কোটি ১৮ লক্ষ ৮২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে শিলচর শ্মশান রোডের সড়ক ও গার্ড ওয়াল নির্মাণ কাজের জন্য ৩ কোটি ৫৫ লক্ষ ৫৭ হাজার টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার।।লোক নির্মাণ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এই দু’টির কাজ সম্পন্ন হলে বৃহত্তর এলাকার জনগণ উপকৃত হবেন বলে জানিয়েছেন তাঁরা।
এছাড়াও শিলচরে একটি অত্যাধুনিক পার্ক সহ দু’টি উড়ালপুল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই এই দু’টি কাজ শুরু করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী ও বিধায়ক। সড়ক দু’টির গুণগত মান বজায় রেখে সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী কৌশিক রায়।
এই সড়ক দু’টির কাজ চলাকালীন সময়ে বৃহত্তর এলাকার জনগণকে সহযোগিতা করে এলাকার উন্নয়নকে এগিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন দু’জনে।
এদিন উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলা কমিটির সহসভাপতি রাজেশ দাস, পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ, এসডিও সাহাবুদ্দিন মজুমদার, বিজেপির মধ্যশহর মণ্ডল সভাপতি হিরক চৌধুরী ও প্রাক্তন কমিশনার ওয়ার্ড নং ১১ মিত্রা রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।