বৃহস্পতিবার বদরপুরে খতমে বোখারি, প্রস্তুতি সম্পন্ন

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার ও উত্তরপূর্ব ভারতের এমারতে শরয়িয়াহ ও নদ‌ওয়াতুত তামিরের ৭৩তম বার্ষিক সম্মেলন ও খতমে বোখাই অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন। শ্রীভূমি জেলার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজ কর্মীদের যৌথ উদ্যোগে ও সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবাইকে অনুষ্ঠানের সবধরনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নিতে এবং ট্রাফিক ব্যবস্থা সহ ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করতে দেখা যায় যাতে সুন্দর সুষ্ঠু ভাবে এবং শান্তিপূর্ণ ভাবে বোখারি অনুষ্ঠান সম্পন্ন হয় আর তাতে কারও যেন কোন ধরনের অসুবিধা না হয়। বৃহস্পতিবার উত্তরপূর্বাঞ্চলের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে উত্তরপূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদ‌ওয়াতুত তামিরের ৬০তম বার্ষিক সম্মেলন ও আল জামিয়া মাদ্রাসার ৭৩তম বার্ষিক সম্মেলন তথা খতমে বোখারি শরিফ বদরপুর দেওরাইল টাইটাল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি নেপালের সাংসদ তথা জমিয়ত উলামা নেপালের সভাপতি হজরত মওলানা খালিদ সিদ্দিকী নদ‌ওয়ী বুধবার বদরপুর এসে উপস্থিত হয়েছেন। অন্যান্য আমন্ত্রিত অতিথি একে একে এসে উপস্থিত হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উত্তরপূর্ব ভারতের আমিরে শরিয়ত ম‌ওলানা ইউসুফ আলি। আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া পরম্পরাগত ঐতিহ্য ধরে রেখে আসছে। খতমে বোখারি অনুষ্ঠানে নদওয়াতুত তামিরের প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল জলিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড অসম রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি মওলানা মুস্তাক আনফরকে দেওয়া হবে এবং উত্তরপূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরিয়ত আল্লামা তৈয়ীবুর রহমান মেমোরিয়াল অ্য়াওয়ার্ড আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মুনিমকে দেওয়া হবে। উল্লেখ্য, এবছর মোট ২৯ জন ছাত্রদের বোখারি শরিফের সনদ ও পাগড়ি প্রদান করা হবে।

বৃহস্পতিবার বদরপুরে খতমে বোখারি, প্রস্তুতি সম্পন্ন
বৃহস্পতিবার বদরপুরে খতমে বোখারি, প্রস্তুতি সম্পন্ন

Author

Spread the News