যুক্তরাষ্ট্রের মালিকানায় যাচ্ছে ঐতিহ্যবাহী ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’
২৪ মে : দীর্ঘ ১৭০ বছরের ইতিহাসের সাক্ষী ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ এখন নতুন যাত্রায় পা রাখছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের (টিএমজি) মালিকানা অধিগ্রহণ করেছে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে রেডবার্ড ও টিএমজি চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা জানায়। প্রভাবশালী এই ডানপন্থি সংবাদমাধ্যমটির মুদ্রণ ও অনলাইন সংস্করণের মালিকানা এতদিন ছিল যুক্তরাজ্যের টিএমজি গ্রুপের হাতে। তবে এখন রেডবার্ড ৫০ কোটি পাউন্ড বা প্রায় ৬৭ কোটি ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটির একক নিয়ন্ত্রক মালিক হয়ে উঠেছে।
চুক্তিটি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত দ্য টেলিগ্রাফের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। জনপ্রিয় এই সংবাদপত্র, যেটিকে কখনও কখনও ‘টোরিগ্রাফ’ বলেও অভিহিত করা হয়, কনজারভেটিভ পার্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দীর্ঘ দুই বছর ধরে এর বিক্রির প্রক্রিয়া চলছিল। ২০২৩ সালের শেষ দিকে রেডবার্ড সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল মিডিয়া ইনভেস্টমেন্টস (আইএমআই)-এর সঙ্গে একটি যৌথ চুক্তিতে পৌঁছেছিল। কিন্তু যুক্তরাজ্যের তৎকালীন রক্ষণশীল সরকার ওই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে। কারণ হিসেবে বলা হয়, আইএমআই আবুধাবিভিত্তিক প্রতিষ্ঠান, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত। তাই তাদের কাছে টেলিগ্রাফ বিক্রি হলে ব্রিটিশ সংবাদমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। এই আপত্তির পরেই সংবাদপত্রটির নতুন মালিক খোঁজার প্রক্রিয়া জোরদার করা হয়।
রেডবার্ড জানিয়েছে, তারা দ্য টেলিগ্রাফ-কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চায় এবং তার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম, সাবস্ক্রিপশনভিত্তিক মডেল এবং সাংবাদিকতায় দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, তারা যুক্তরাজ্যের এমন কিছু অংশীদারের সঙ্গে আলোচনায় রয়েছে, যারা ছাপা সংবাদপত্রে অভিজ্ঞ এবং টেলিগ্রাফের সম্পাদকীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিশীল। এই মালিকানা পরিবর্তন শুধু একটি ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং এটি ভবিষ্যতের সংবাদপত্রগুলোর স্বাধীনতা, স্বচ্ছতা ও আন্তর্জাতিক সম্প্রসারণ কেমন হবে, তারও ইঙ্গিত দেয়। ব্রিটিশ গণমাধ্যমের ঐতিহ্য ও স্বাধীনতা ধরে রাখার প্রতিশ্রুতিতে এই পরিবর্তন যেন ইতিবাচক দিকেই যায় — এমনটাই প্রত্যাশা পাঠক ও বিশ্লেষকদের। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান,
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।
