কাটলিছড়া প্রণবানন্দ বিদ্যামন্দিরের বার্ষিক উৎসব সম্পন্ন

বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : মাঘি পুর্ণিমা তিথিতে স্বামী প্রণবানন্দ মহারাজের পূজার্চনা, প্রসাদ বিতরন, ধর্ম সভার মাধ্যমে পাঁচদিন ব্যাপী কাটলিছড়া প্রণবানন্দ বিদ্যামন্দিরের বার্ষিক উৎসব সমাপন হয়েছে। বুধবার শেষ দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপককান্তি আইচের সভাপতিত্বে ধর্মসভায় প্রধান বক্তা কাটলিছড়া এসকে রায় কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক দেবজিৎ দে। আমন্ত্রিত অতিথি বিজেপি নেতা রাজকুমার দাস, বিশিষ্ট ব্যক্তি বিদীত রঞ্জন চৌধুরী, সহসম্পাদিকা লীনা দেব, অসীম দেব ও চিরন্তনী নন্দী।

এদিনের ধর্ম সভার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন বিষয়ের উপর অনামিকা পাল, শিক্ষিকা দীপা দে, শিক্ষক সুপ্রিয় নাথ,  শিক্ষিকা নিপা দে, সুচরিতা ভট্রাচার্য, উপাধ্যক্ষ মৈত্রেয়ী আচার্য প্রমুখ। এ দিন সকালে এক শোভাযাত্রা বের হয়।

কাটলিছড়া প্রণবানন্দ বিদ্যামন্দিরের বার্ষিক উৎসব সম্পন্ন
কাটলিছড়া প্রণবানন্দ বিদ্যামন্দিরের বার্ষিক উৎসব সম্পন্ন

Author

Spread the News