স্কুল-কলেজ বন্ধ করে খুলছ‌ে মদের দোকান, কটাক্ষ গৌরবের

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৮ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের প্রাক মুহুর্তে কংগ্রেস দলকে উজ্জীবিত করতে দু’দিনের জন্য বরাক সফরে এসেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথ্য কলিয়াবরের সাংসদ গৌরব গগৈ। দলীয় সংগঠনকে চাঙ্গা করতে বুধবার করিমগঞ্জ জেলার এংলাবাজারে দলীয় কর্মিসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ তনয় তথা কলিয়াবরের সাংসদ গৌরব গগৈ রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর সমালোচনা করেন। তিনি তাঁর বক্তব্যের শুরু থেকে শেষ অবদি উপস্থিত জনগণের সামনে রাজ্য ও কেন্দ্র সরকার বিরুদ্ধে বক্তব্য রাখেন এরই পাশাপাশি  অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারকে উদ্দেশ্য  করে বলেন, আজকে রাজ্য উন্নয়ন হচ্ছে বলে গুণগান করছে বিজেপি সরকার কোথায় উন্নয়ন হচ্ছে আজকের দিনে অসমের সরকারি স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে আর মদের দোকান খুলছে এই সরকার। এটাই কি উন্নয়ন?

বর্তমান হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব রাজ্য সরকার ঋণের বোজা নিয়ে চলছে। আর গুয়াহাটিতে একের পর এক ফ্লাই অভার নির্মাণ করছে কোটি কোটি টাকার খরছ করে। এছাড়া গৌরব গগৈই এও বলেন, গোটা দেশের মধ্যে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে পূর্ত বিভাগের নেই। এক মাত্র অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এ ক্ষেত্রে ব্যাতিক্রম তার হাতে রয়েছে গুরুত্বপূর্ণ পূর্ত বিভাগটি বলেন গৌরব।

স্কুল-কলেজ বন্ধ করে খুলছ‌ে মদের দোকান, কটাক্ষ গৌরবের

পাশাপাশি তিনি এও বলে দেন কিসের কারনে মুখ্যমন্ত্রী এই দফতরটি নিজ হাতে রেখেছে তা আজ কারো অজানা নয়। এতে রয়ে পার্সেন্টটিজের খেলা বিষয়টি ভালো করে বলতে পারবেন ঠিকাদাররা তারা একটি কাজ পেতে হলে কতো পার্সেন্ট  দিতে হয়  ১ শতাংশ, ৩ শতাংশ, ৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমিশনের খেলা চলছে এই বিভাগে বলে জানান সাংসদ গগৈই। এছাড়া তিনি মুল্য বৃদ্ধি প্রসঙ্গে বলেন বিজেপি সরকার আসার পর থেকে পেট্টল ডিজেল রন্ধন গ্যাস বিদ্যুতের মাশুল অনেক গুণ বেড়ে গেছে। যা কংগ্রেস সরকারে আমলে অনেক কম ছিল।

স্কুল-কলেজ বন্ধ করে খুলছ‌ে মদের দোকান, কটাক্ষ গৌরবের

আজকের সরকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী দাম বাড়িয়ে মা বোনদের অরুণোদয় নামে বারোশত টাকা করে প্রদান করছে। আর রন্ধন গ্যাস ক্রয় করতে গিয়ে ১৪ শো থেকে ১৫শো  টাকা দিয়ে কিনতে হচ্ছে তাও মাসে কমলও দু’বার কিনতে হয় গ্যাস সিলিন্ডার। আর কংগ্রেস সরকারের সময় এই রন্ধন গ্যাস চারশত টাকা দিয়ে কিনতে পাওয়া যেতো এটাই কংগ্রেস আর বিজেপি সরকারের মধ্যে তফাত। কংগ্রেস পুঁজি পতিদের জন্য সরকার চালায় না গরীব অসহায় খেটে খাওয়া মানুষের কল্যাণের জন্য কংগ্রেস সরকর কাজ করে আসছে স্বাধীনতার পর থেকে। আগামী দিনেও গরীবের কল্যাণে কাজ করে যাবে কংগ্রেস। এছাড়া গৌরব গগৈই ইউডিএফ ও বিজেপি মধ্যে গোপন বুজা পড়া রয়েছে বলে তার বক্তব্য বিভিন্ন তথ্য ধরেন।পাশাপাশি সাংসদ গৌরব গগৈই বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এবং এই বিজেপি সরকার আর দেশের মানুষ চাইছেন তাই আবার দিল্লিতে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ়তার সঙ্গে জানান সাংসদ গৌরব।

এদিনের কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান, প্রদেশ কংগ্রেসের সম্পাদক স্বপন মণ্ডল, প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী ও প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায়, জেলা কংগ্রেস উপ সভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্থ, বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না,কংগ্রেস নেতা সাহাদত আহমেদ চৌধুরী সুব্রত দেব প্রাক্তন বিধায়ক তথা সংসদীয় সচিব মণিলাল গোয়ালা সহ জেলা কংগ্রেস, ব্লক যুব কংগ্রেসের বিভিন্ন স্থারের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। কর্মিসভায় পৌরহিত্যে করেন বদুরপুরে কংগ্রেস নেতা জাকারিয়া আহমেদ পান্না।

Author

Spread the News