রাইজিং দিবসে সাত জওয়ানকে ‘একনিষ্ঠ কর্মী’ সম্মাননা প্রদান কাশিপুর সিআরপিএফ ক্যাম্পের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ ফেব্রুয়ারি : ২২তম রাইজিং দিবসে সাতজন জওয়ানের হাতে ‘একনিষ্ঠ কর্মী’ হিসেবে সম্মাননা প্রদান করল কাশিপুর ১৪৭ নং সিআরপিএফ ক্যাম্পে। বুধবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৪৭ নং সিআরপিএফ ক্যাম্পে পালন করা হয় রাইজিং দিবস।

এ দিন সন্ধ্যা ৫ টা থেকে রাত ৯টা অবধি কাশিপুরস্থিত ১৪৭ সিআরপিএফ ক্যাম্পে ২২তম রাইজিং দিবস উদযাপন উপলক্ষে  বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্যায়ন অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা ক্লাসিক্যাল, লোকনৃত্য, অসমিয়া নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তুলেন। এ ছাড়া অনুষ্ঠানে ম্যাজিক পরিবেশন করেন এই অঞ্চলের বিশিষ্ট জাদুকর লিয়াকত আলি লস্কর ও তাঁর সহযোগীরা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এএসআই কমলজিৎ ডোগরা।

রাইজিং দিবসে সাত জওয়ানকে 'একনিষ্ঠ কর্মী' সম্মাননা প্রদান কাশিপুর সিআরপিএফ ক্যাম্পের

উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ডিজিপি হরপাল সিং, অসম পুলিশের সাউথ রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, কমান্ডার তপন কুমার, আসাম রাইফেলের লেফটেন্যান্ট কর্নেল সোরজ এস, ১৪৭ সিআরপিএফের কমান্ডেন্ট ব্রুনো এ, দুই রেঞ্জ অফিসার সঞ্জয়কুমার শর্মা ও রবি মিশ্রা প্রমুখ।

রাইজিং দিবসে সাত জওয়ানকে 'একনিষ্ঠ কর্মী' সম্মাননা প্রদান কাশিপুর সিআরপিএফ ক্যাম্পের

সবশেষে ২২ তম রাইজিং দিবস পালনের মঞ্চে সাতজন জওয়ানের হাতে একনিষ্ঠ কর্মী হিসেবে শংসাপত্র তুলে দেন রেঞ্জ অফিসার ব্রোনো এ সহ উপস্থিত সম্মানিত অতিথিরা।

বক্তব্যে ১৪৭ সিআরপিএফের কমান্ডেন্ট অফিসার ব্রুনো এ উপস্থিত সেনা-কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

Author

Spread the News