ক‌রিমগঞ্জ রামকৃষ্ণ মিশ‌নের সম্পাদক স্বামী প্রেমঘনানন্দ‌জিকে সংবর্ধনা বাজা‌রিছড়ায়

মোহাম্মদ জনি, করিমগঞ্জ। 
বরাক তরঙ্গ, ১৬ ন‌ভেম্বর : ক‌রিমগঞ্জ রামকৃষ্ণ মিশ‌নের সম্পাদক স্বামী প্রেমঘনানন্দ‌জি মহারাজ‌কে শ‌নিবার  সংবর্ধনা দেওয়া হল বাজা‌রিছড়ায় রামকৃষ্ণ সেবাশ্রমে। বাজা‌রিছড়ায় রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপ‌তি স্বপন দা‌সের পৌ‌রো‌হি‌ত্যে সংবর্ধনা সভা অনু‌ষ্ঠিত হয়। সভার শুরু‌তেই শ্রী শ্রী ঠাকুর- শ্রীশ্রী মা ও স্বামীজির প্রতিকৃ‌তির সামনে প্রদীপ প্রজ্জ্বোলন ক‌রেন মহারাজ সহ অন‌্যান‌্য অ‌তি‌থিবৃন্দ। তারপর সেবাশ্রমের প‌ক্ষে স্বামী প্রেমঘনানন্দ‌জি মহারাজ‌কে উ‌ত্তোরীয় ও সাল দি‌য়ে বরণ করা হয়। উ‌দ্বেধনী সঙ্গীত প‌রি‌বেশন ক‌রেন সেবাশ্রম প‌রিচা‌লিত স্বামী বি‌বেকানন্দ লি‌টিল ফ্লাওয়ার স্কুলের শি‌ক্ষিকাগন। তারপর স্কু‌লের ছাত্রছাত্রী‌দের সম্মু‌খে বক্তব‌্য রা‌খেন স্বামী প্রেমঘনানন্দ‌জি মহারাজ‌।

তি‌নি আধ‌্যা‌ত্বিক বিকা‌শের বিষ‌য়ে আ‌লোকপাত ক‌রেন। তি‌নি পড়ুয়া‌দের উ‌দ্দেশে ব‌লেন, ‌তোমা‌দের ভেত‌রে যে অনন্ত শ‌ক্তি আ‌ছে সেটার বিকাশ ঘটা‌তে হ‌বে। তি‌নি স্বামী বি‌বেকান‌ন্দের বই পড়ার জন‌্য তা‌দের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন এলাকার প্রবীণ ব‌্যক্তি দিপক দেব, সেবাশ্রমের উপ সভাপ‌তি সন্দীপ কর পুরকায়স্থ, ক‌রিমগঞ্জ রামকৃষ্ণ মিশ‌নের অনন্ত ভট্টাচার্য, স্বামী বি‌বেকানন্দ লি‌টিল ফ্লাওয়ার স্কুলের অধ‌্যক্ষ সুজয় পাল প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠান প‌রিচালনার দা‌য়ি‌ত্বে ছি‌লেন দেবাশিস সেন, হারান চক্রবর্তী, রা‌জেশ কর পুরকায়স্থ, জন্ম‌জিত দাস, সু‌দীপকুমার দেব, রিন্টু দাস, ম‌নোজ আচার্য, বী‌রেন্দ্র ত্রিপুরা, বাপ্পা রায়, জয়দীপ পাল প্রমুখ। সব শে‌ষে সবাই‌কে ধন‌্যবাদ জানান সেবাশ্রমের সম্পাদক অজয় সূত্রধর।

Author

Spread the News