করিমগঞ্জ ডিএসএ-র সহসভাপতি, রেফারি দেবতোষ দাসগুপ্ত প্রয়াত
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মে : করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তথা রেফারি বিভাগের অধ্যক্ষ, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও আসাম ফুটবল সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত রেফারি দেবতোষ দাসগুপ্ত (দেবু ) আর নেই। বুধবার সকাল ৬-০০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পার্থিব দেহ করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে আসা হলে সংস্থার পতাকা চড়িয়ে ফুল ও মালা দিয়ে সংস্থার সদস্যগণ এবং প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়েরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। প্রয়াত দাসগুপ্ত “আসাম সাব-জুনিয়র ফুটবল টুর্নামেন্ট” এর “রানার্স-আপ” শিরোপা প্রাপ্ত করিমগঞ্জ দলের সদস্য ছিলেন।
তাঁর প্রয়ানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বর্তমান কার্যসমিতির পদাধিকারীগণ ও সদস্যবৃন্দের পাশাপাশি প্রাক্তন সাধারণ সম্পাদক বিমান বিহারী সিনহা এবং আজীবন সদস্য সুখেন্দু বিকাশ পাল ও দেবব্রত সাহা প্রমুখ ব্যক্তিবর্গ শোক ব্যক্ত করে প্রয়াতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক ব্যক্ত করেছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল শাখা সচিব বিকাশ দাস সহ অন্যান্যরা।