করিমগঞ্জ ডিএসএ-র সহসভাপতি, রেফারি দেবতোষ দাসগুপ্ত প্রয়াত

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মে : করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তথা রেফারি বিভাগের অধ্যক্ষ, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও আসাম ফুটবল সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত রেফারি দেবতোষ দাসগুপ্ত (দেবু ) আর নেই। বুধবার সকাল ৬-০০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস  ত্যাগ করেন। তাঁর পার্থিব দেহ করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে আসা হলে সংস্থার পতাকা চড়িয়ে ফুল ও মালা দিয়ে সংস্থার সদস্যগণ এবং প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়েরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। প্রয়াত দাসগুপ্ত “আসাম সাব-জুনিয়র ফুটবল টুর্নামেন্ট” এর “রানার্স-আপ” শিরোপা প্রাপ্ত করিমগঞ্জ দলের সদস্য ছিলেন।

তাঁর প্রয়ানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বর্তমান কার্যসমিতির পদাধিকারীগণ ও সদস্যবৃন্দের পাশাপাশি প্রাক্তন সাধারণ সম্পাদক বিমান বিহারী সিনহা এবং আজীবন সদস্য সুখেন্দু বিকাশ পাল ও দেবব্রত সাহা প্রমুখ ব্যক্তিবর্গ শোক ব্যক্ত করে প্রয়াতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক ব্যক্ত করেছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল শাখা সচিব বিকাশ দাস সহ অন্যান্যরা।

Author

Spread the News