বিশ্ববিদ্যালয় ক্রিকেট: ফাইনালে জিসি কলেজের মুখোমুখি করিমগঞ্জ কলেজ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে স্থান করে নিল করিমগঞ্জ কলেজ। ফাইনালে  তারা শিলচরের জিসি  কলেজ (গুরুচরণ)-এর মুখোমুখি হচ্ছে। শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে কাছাড় কলেজকে ৪ উইকেটে হারায় করিমগঞ্জ কলেজ। আসাম
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে কাছাড় কলেজকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৫.৫ ওভারে অল‌আউট করে দেয় করিমগঞ্জ কলেজ। মাত্র ১০৬ রানে। এরপর নিজেরা ১১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১০৭ রান তুলে নেয়।

কাছাড় কলেজের মনোদীপ রায় ২৩, প্রসেনজিৎ পাল ১৭ ও প্রীতম বিশ্বাস করেন ১৬ রান। ভাল বোলিং করেন করিমগঞ্জের সানি পাল। ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। দুটি করে পান রাজেশ বিশ্বাস ও মন্থন দে। জবাবী ব্যাটিংয়ে করিমগঞ্জ কলেজের মন্থন ৪টি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ বলে করেন ৪৪ রান।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে তিনি শতরান করেছিলেন। আজ অজয় দাস ২৮ ও সানি করেন ২০ রান। কাছাড় কলেজের ঋতুরাজ দাস ও ওম বানিয়া দুটি করে উইকেট নেন। রবিবার এক‌ই মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে সকাল দশটায়। এদিন ম্যাচ সেরা হন করিমগঞ্জ কলেজের সানি পাল। তাঁর হাতে ট্রফি তুলে দেন বিসিসিআইয়ের ভিডিও অ্যানালিস্ট তথা এসিএ আম্পায়ার সুনীত ছেত্রি।

বিশ্ববিদ্যালয় ক্রিকেট: ফাইনালে জিসি কলেজের মুখোমুখি করিমগঞ্জ কলেজ
বিশ্ববিদ্যালয় ক্রিকেট: ফাইনালে জিসি কলেজের মুখোমুখি করিমগঞ্জ কলেজ
Spread the News
error: Content is protected !!