করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে অপরিচিত যুবকের মৃতদেহ, শনাক্ত করতে আহ্বান
জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : করিমগঞ্জ পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন ২৩ সেপ্টেম্বর তারিখে করিমগঞ্জ সিভিল হাসপাতালে অপরিচিত প্রায় ২৮ বছর বয়সি এক পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ওই মৃতদেহের প্রয়োজনীয় পোস্ট মর্টেম পরীক্ষা ২৪ সেপ্টেম্বর তারিখে সম্পন্ন করে মৃতদেহটি শনাক্তকরনের উদ্দেশে আগামী ৭২ ঘন্টার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ৭২ ঘণ্টার পর করিমগঞ্জ পুরসভার সহযোগিতায় ওই মৃতদেহের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। তাই ওই মৃত ব্যক্তির পরিবারের সদস্য অথবা নিকটাত্মীয়দের ওই সময়সীমায় মৃতদেহ শনাক্ত করতে আহ্বান জানানো হয়েছে।

