সোনাইর উন্নয়নের ক্ষেত্রে যা বলেছি, তা বাস্তবায়িত করছি : করিম উদ্দিন
বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : বিধায়কের প্রভাব কাটিয়ে সোনাইয়ে গুণ্ডারাজ এবং লুন্ঠন রাজ কায়েম করিনি। সর্বাবস্থায় এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। এমনই মন্তব্য করলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। মঙ্গলবার রাতে এক বিবাহ ভবনে দক্ষিণ সৈদপুর জিপির নবনির্বাচিত পঞ্চায়েত বডিকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক সাজু আরও বলেন, তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর উন্নয়নের ক্ষেত্রে যা কিছু বলেছিলেন, তা এখন বাস্তবায়িত হচ্ছে। তবে আগের দুর্নীতিকে নির্মূল করে উন্নয়নমূলক কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। মুখে নাম না নিলেও প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে তুলোধুনো করে বক্তব্য রাখেন বিধায়ক সাজু।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী রেজিয়া সুলতানা বড়ভূইয়া, সহ-সভাপতি ফারহানা বেগম লস্কর সহ সকল গ্রুপ সদস্য ছাড়াও প্রাক্তন জিপি সভাপতি তাহের আহমেদ বড়ভূইয়া, আবজল হোসেন লস্কর, মহিম উদ্দিন লস্কর, এনামুল হক লস্কর, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, জাকির হোসেন লস্কর, প্রাক্তন অধ্যক্ষ শফিক উদ্দিন আহমেদ, শিবুকান্তি দে, নূর আহমেদ বড়ভূইয়া, আওলাদ হোসেন লস্কর, এসএম দিলোয়ার জাহান লস্কর, আনসারুল হক লস্কর সহ স্থানীয় সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন।