সোনাইয়ে কমিশন- পার্সেন্টেজ প্রথা বন্ধ হয়েছে : করিম উদ্দিন
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : কমিশন-পার্সেন্টেজ প্রথা বন্ধ হয়েছে সোনাইয়ে। আগের বিধায়ক উন্নয়নমূলক কাজের নামে টাকা আত্মসাতে ব্যস্ত ছিলেন। বিগত দিনের দুর্নীতির ফলে গ্রামীণ এলাকার কাজকাম তেমনভাবে করা সম্ভব হয়নি। কাজিডহর জিপিতে নবনির্বাচিত পঞ্চায়েত বডিকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। শনিবার আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক সাজু বলেন, তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। যারফলে ডিসি অফিস, চার লেন সড়ক, ৮০০ কোটির মেগা ইরিগেশন প্রকল্প সোনাইয়ে বরাদ্দ করতে সক্ষম হয়েছেন। এতে আগামী কয়েকবছরের মধ্যে সোনাইর চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে বলে তিনি জানান।

এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিডহর জিপির সভানেত্রী আইরিন মজুমদার, সহ-সভানেত্রী সুফিয়া বেগম লস্কর, সভানেত্রীর প্রতিনিধি সাহালম মজুমদার, এপি সদস্যা রঞ্জনা বেগম বড়ভূইয়া সহ সোনাই ইউডিএফের সভাপতি খালিদ হাসান লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, সোনাই পুর কমিশনার যথাক্রমে এসএম দিলওয়ার জাহান লস্কর, নুর আহমেদ বড়ভূইয়া ও আনসারুল হক লস্কর, আওলাদ হোসেন লস্কর সহ বিশিষ্টরা।