কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের উপাধ্যক্ষ অজিত কুমার দে প্রয়াত

পিএনসি, ডিফু।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা তথা কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের উপাধ্যক্ষ অজিতকুমার দে আর নেই। তিনি ছিলেন স্বায়ত্তশাসিত পরিষদের হাওরাঘাট কেন্দ্রের নির্বাচিত সদস্য। সোমবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৮ বছর।

অজিতকুমার দে কার্বি আংলং বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। অত্যন্ত মৃদুভাষী ও জনপ্রিয় একজন নেতা হিসেবে সব ভাষা-ভাষী লোকদের কাছে তিনি সবার প্রিয় ছিলেন। বেশ কিছুদিন থেকে হার্টের সমস্যায় আক্রান্ত ছিলেন এবং ব্যাঙ্গালোরে নারায়ানা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল কিন্তু সোমবার সব চেষ্টাকে বিফল করে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুর শোক ব্যক্ত করতে গিয়ে গৌহাটি হাইকোর্টের আইনজীবী শুভ্রজ্যোতি সরকার বলেন, শ্রদ্ধেয় অজিত কুমার দের মৃত্যুতে বিরাট এক ক্ষতি হলো যা সহজে পূরণ করা কঠিন। তিনি সত্যি অর্থে একজন সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি প্রত্যেক ভাষা-ভাষী লোকদের উন্নয়নে সাহায্য -সহযোগিতা করতেন সেজন্য উনি বিশেষ ভাবে জনপ্রিয় ছিলেন। উনার আত্মার চিরশান্তি কামনা করি এবং পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়াও শোক ব্যক্ত করেছে কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলীরাম রংহাং, সংসদ অমর সিংহ টিসু, স্থানীয় বিধায়ক, কার্যনির্বাহী সদস্যরা। উল্লেখ্য, মৃত্যুর খবর আসার পর শোকের ছায়া নেমে আসে হাওড়াঘাটে। প্রয়াত দে রেখে গেছেন স্ত্রী সহ দুই মেয়ে ও গুণমুগ্ধদের।

কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের উপাধ্যক্ষ অজিত কুমার দে প্রয়াত
কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের উপাধ্যক্ষ অজিত কুমার দে প্রয়াত

Author

Spread the News