কল্যাণ প্রভা ফাউন্ডেশনের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : কল্যাণ প্রভা ফাউন্ডেশনের অঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হল। রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কল্যাণ প্রভা ফাউন্ডেশনের সদস্য সদস্যরা মিলে এক বসে আঁকো প্রতিযোগীতার আয়োজন করা হয়। এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে প্রথমে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়, পরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর অঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উপস্থিত ছিলেন কল্যাণ প্রভা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অভিজিৎ পাল, তুষ্টি পাল, অনির্বাণ চৌধুরী, তানিয়া পাল, অন্নেষা চক্রবর্তী, প্রণব রক্ষিত, অভিষেক চক্রবর্তী, রিক ভট্টাচার্য প্রমুখ।