সমাজকর্মী নজু বড়ভূইয়া প্রয়াত

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : শিলচর মেডিক্যাল কলেজ সংলগ্ন উত্তর কৃষ্ণপুরের সুপরিচিত ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজকর্মী নজু বড়ভূইয়ার আকষ্মিক মৃত্যু ঘটল। রবিবার রাত সাতটা নাগাদ বাড়ি থেকে বের হয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাবার পথে গাড়িতেই  তিনি গুরুতর অসুস্থ  হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় শিলচর সিভিল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে সেখান থেকে তাকে মেডিক্যাল  কলেজ হাসপাতালে নিয়ে যান, সেখানেও চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষা করে বলেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বয়স হয়েছিল ৫৪ বছর। রেখে গেছেন স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, তিন ভাই সহ অনেক গুনমুগ্ধ। সোমবার বেলা ১-৩০ মিনিটে প্রয়াতের জানাজার নামাজ  নিজ বাড়ির পাশেই অনুষ্ঠিত হবে।

সমাজকর্মী নজু বড়ভূইয়া প্রয়াত

Author

Spread the News