পাঁচগ্রামে শুরু ফুটবল আসর, উদ্বোধনী ম্যাচে জয়ী কালাইন

এম এ লস্কর, পাঁচগ্রাম।
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : পাঁচগ্রাম ধলেশ্বর ইনটেক মাঠে হাজি নিজাম উদ্দিন চৌধুরী নাইন-এ সাইড নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার উদ্বোধনী ম্যাচে জয়ী হয় কালাইন। এ দিন কালাইনের মুখোমুখি হয় ভাঙ্গারপার বিবিসি। ২-০ গোলে জয়ী হয় কালাইন।

ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী, রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর, সাদিক আহমদ চৌধুরী, আলগাপুর মোহনপুরের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ বড়ভূইয়া, আয়োজক কমিটি ইয়ং স্টার ক্লাবের সভাপতি সাদেক আহমদ মজুমদার সহ অতিথিরা। 

আজকের ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন ফকর উদ্দিন। আগামীকাল মুখোমুখি হবে বাশাইল এক্স ওয়ান বনাম রাতবাড়ি এসসিএল।

Spread the News
error: Content is protected !!