বিশ্ব স্বাস্থ্য দিবসে কালাইন চা-বাগান চক্ষু পরীক্ষা শিবির
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের সহযোগিতায় কালাইন চা-বাগান হাসপাতাল প্রাঙ্গণে একটি বিনামূল্যে ‘ছানি শনাক্তকরণ ও চোখ পরীক্ষা শিবির’-এর আয়োজন করে। সোমবার বিনামূল্যে শিবিরটি সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিস্ট মন্দীপ চক্রবর্তী ও রাহুল বিশ্বাস মিলে বৃহত্তর কালাইন সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত মোট ১৩০ জন রোগীর চোখ পরীক্ষা করেন। তাঁদের মধ্যে ৩৩ জন রোগীর ক্যাটারেক্ট (ছানি) ধরা পড়ে। নার্স পূর্ণিমা দাস ও সহকারী সামসুদ্দিন লস্কর শিবিরে প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করেন। যাঁদের ক্যাটারেক্ট ধরা পড়েছে, তাঁদের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে লায়ন্স আই হাসপাতালে আগামী ৮ ও ১১ এপ্রিল দু’টি পর্যায়ে করা হবে।এছাড়াও আজকের শিবিরে ৪৯ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
ইয়ুথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি) কাটিগড়া অ্যাসেম্বলি কমিটি এই শিবিরকে সফল করতে গুরুত্বপূর্ণ সহায়তা ও সহযোগিতা প্রদান করেছে। ভজনলাল তান্তি শিবিরের ইনচার্জ ছিলেন। ‘লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ-র পক্ষ থেকে গাইডিং লায়ন সঞ্জীব রায়, প্রোজেক্ট চেয়ারম্যান সামসুল ইসলাম ও কো-প্রোজেক্ট চেয়ারম্যান খাইরুল তালুকদার উপস্থিত ছিলেন। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গুলজার হোসেন, সুভদ্রা তান্তি, মায়া তান্তি, সুনীতা কর্মকার ও সুনীতারানি নাথ।

সঞ্জীব রায় কালাইন টি গার্ডেনের জেনারেল ম্যানেজার এসকে তাপারিয়ার সর্বাঙ্গীন সহযোগিতা ও সমন্বয়ের জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।