কালাইন ব্লকে গঠিত হিন্দু জাগরণ মঞ্চের নবনির্মিত কমিটি

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২০ মে : হিন্দু জাগরণ মঞ্চ পশ্চিম কাছাড় জেলার ব্যবস্থাপনায় সোমবার কালাইন কলেজ রোড স্থিত কালীবাড়িতে এক বিশেষ বৈঠকের মাধ্যমে গঠন করা হয় হিন্দু জাগরণ মঞ্চের কালাইন ব্লক কমিটি। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এক গম্ভীর এবং উৎসাহব্যঞ্জক পরিবেশে। বৈঠকে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের বিভাগ সংযোজক সন্দীপ কর, জেলা সংযোজক রঙ্গলাল বৈষ্ণব, বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের সহ সভাপতি পরেশচন্দ্র পাল এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা।

এদিন নবনির্মিত ব্লক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। কমিটির সংযোজক বিকি শিল, সহ সংযোজক দু’জন রাজুচন্দ্র দাস ও রাহুল দাস, সদস্যবৃন্দ যথাক্রমে কিশান রাজবংশী, ভুবন দেব, তপন চক্রবর্তী, মহিম নাথ, সায়ন পাল, সমরজিৎ ভর ও রসিক দাস। কমিটি ঘোষণার পর বিভাগ সংযোজক সন্দ্বীপ কর নবনির্মিত কমিটির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নবগঠিত কমিটির হাত ধরে হিন্দু জাগরণ মঞ্চের কালাইন ব্লকের কার্যক্রম আগামী দিনে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে। এই বৈঠক এবং কমিটি গঠনকে ঘিরে স্থানীয় স্তরে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্লকের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও মজবুত করার পরিকল্পনা নেওয়া হবে।

কালাইন ব্লকে গঠিত হিন্দু জাগরণ মঞ্চের নবনির্মিত কমিটি
Spread the News
error: Content is protected !!