কালীগঞ্জে বস্তাবন্দি লাশ উদ্ধার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার নিয়ে শ্রীভূমির কালীগঞ্জে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কালীগঞ্জ কোণাাপাড়ার সাইদুল ইসলাম নিখোঁজের সপ্তাহ দিন পর শুক্রবার ভৈরবনগর চেংবিচল জঙ্গলের রাস্তার এক কালভার্টের নিচ থেকে উদ্ধার করা হয় তাঁর লাশ।

স্থানীয় সূত্রে জানা, গত শুক্রবার থেকে সাইদুল ইসলাম লাপাত্তা হয়েছেন। তবে পুলিশে কোন মিসিং ডায়েরি হয়নি বলে জানা যায়। সাইদুল এভাবে প্রায় লাপাত্তা হয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। তাই কেউ আর বিষয়টি তেমন খেয়াল দেননি। কেউ বলছেন শুক্রবারে তাকে বাজারে দেখেছেন। কিন্তু পরিবার থেকে কিছু জানা যায়নি। সাইদুল কালীগঞ্জ বাজারে প্রথমে গাড়ি ওয়েয়ারিঙের কাজ করতেন। এরপর এই ব্যবসায় বন্ধ করে অন্যপথে চলে যান। কড়ি কড়ি টাকা রুজি করতে শুরু করেন। এ কারবার করতে গিয়ে একাধিকবার আটকও হয়েছেন। অনেকে মনে করছেন হিসেবে গড়মিল ধরায় সঙ্গীরা এমন নৃশংস কাজ করেছে। তবে পুলিশের তদন্তে আসল রহস্য বের হবে বলে আশাবাদী স্থানীয় জনগণ।