কচুদরম ফুটবলে চ্যাম্পিয়ন জুনুবাবু এফসি
আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : কচুদরম ফুটবল খেতাব দখল করল জুনুবাবু এফসি (স্বাধীন বাজার)। কচুদরম প্রয়াস এনজিও আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রবিবার। আরডি রায় স্কুলের খেলার মাঠে চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় জুনুবাবু এফসি।
টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ ১-১ গোলে ড্র হয়। খেলার ১৪ মিনিটে নাইলির গোলে এগিয়ে য়ায় কচুদরম এফসি। এক গোল হজম করে আক্রমণাত্মক হয়ে উঠে জুনুবাবু এফসি। খেলার ৩৬ মিনিটে জুনুবাবু এফসি-কে সমতায় ফেরান সাম পাও। এরপর ফের খেতাব দখলের লড়াই বেশ জমে উঠে। শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ। শেষ পর্যন্ত গোলের সংখ্যা কেউ বাড়াতে পারেনি। খেলা অমিমাংসভাবে শেষ হলে গড়ায় টাইব্রেকারে। ৪-৩ গোলে ট্রফি তুলে নেয় জুনুবাবু এফসি।
ফাইনালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া,বিশেষ অতিথি দৈনিক সাময়িক প্রসঙ্গ পএিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, ১৪৭ সিআরপি এফ এ-র কাশিপুরস্থিত ক্য়াম্পের কমান্ডিং অফিসার ব্রুন আলব্রাট ও তার স্ত্রী, অসম ফুটবল সংস্থার কোষাধ্যক্ষ হরেন গগৈ, প্রাক্তন ফিফা রেফারি মৃণালকান্তি রায়, প্রবীর দাস প্রমুখ। এ ছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচর ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার, নুর আহমদ বড়ভূইয়া, মুমিনুর রহমান বড়ভূইয়া, রশিদ আহমেদ লস্কর প্রমুখ।
এদিন খেলা শুরু হওয়ার আগে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া সহ তৈমুর রাজা চৌধুরী সহ অন্যান্যরা উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। খেলা শেষে শিক্ষাবিদ দিলীপ সিংহের পৌরোহিত্য পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ান দল জুনুবাবু এফসির খেলোয়াড় ও কর্মকর্তা জুনুবাবুর হাতে ট্রফি সহ বাজাজ পালসার ১২৫ এর চাবির রেপলিকা তুলে দেন প্রধান অতিথি বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া,তৈমুর রাজা চৌধুরী ও কাদির আহমেদ লস্কর। রানারআপ দলেরহাতে ট্রফি ও ২৫ হাজার টাকার চেক তুলে দেন বিশেষ অতিথি কমান্ডিং অফিসার ব্রুন আলব্রাট ও জুবাইর আহমেদ মজুমদার প্রমুখ। এদিন খেলার সেরা পুরস্কার পান জুনুবাবু এফসি দলের গোলকিপার আবু জাহা, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার পান একই দলের ধ্রুব থাপা ও কচুদরম দলের আরকে, সেরা গোলকিপার পুরস্কার পান জুনুবাবু দলের হামবাই, সেরা ডিফেন্স পুরস্কার পান বিজেন্তা জুনুবাবু দলের। এদিন প্রায় ২০ হাজার দর্শক মাঠে খেলা উপভোগ করেন।