শ্লীলতাহানি, চলন্ত অটো থেকে ঝাঁপ মহিলার, গ্রেফতার ১
অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : চলন্ত অটোর ভেতরে কয়েকজন যুবকের হাতে শ্লীলতাহানির শিকার এক মহিলা। ঘটনাটি বুধবার রাতে কাটিগড়ার কালাইন লক্ষীপুরে সংঘটিত হয়। অবশেষে নিজেকে বাঁচাতে মহিলা অটোর ভেতর থেকে জাতীয় সড়কে ঝাঁপ দিয়ে পড়েন। চলন্ত অটো থেকে ঝাঁপ দেওয়ায় মহিলার মাথা ও শরীরে গুরুতর আঘাত পান। পরে নিজে গিয়ে কালাইন থানায় অভিযোগ করেন মাঝবয়সী ওই গৃহবধূ। রক্তপাত বন্ধ করতে মাথায় ৮টি সেলাই লেগেছে। ঘটনায় বুধবার রাতেই হিলাল আহমেদ নামের ওই অটোচালককে আটক করেছে পুলিশ। তার সঙ্গী আরও চারজকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।
মহিলার অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর সঙ্গে থাকা ব্যাগ ছিনতাই করেছে। যে ব্যাগে নগদ টাকা ছিল, সোনার দুল নিয়েছে। পরে থানায় গিয়ে অটোচালককে শনাক্ত করেছেন তিনি।
