জুবিনকে শ্রদ্ধাঞ্জলি অগপ কাছাড় জেলা কমিটির
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে থাকা অগপর কাছাড় জেলা কমিটির উদ্যোগে জুবিন গর্গের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ও কাছাড় জেলা কমিটির সদস্যরা। তাঁরা প্রথমে সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বক্তব্যে অগপর কাছাড় জেলা সম্পাদক মণিতন সিংহ বলেন, জুবিন গর্গকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের “রাজপুত্র” বলা হয় এবং তিনি অসমের সবচেয়ে সম্মানিত শিল্পীদের মধ্যে একজন ছিলেন। তাঁর বহুমুখী প্রতিভা ও সঙ্গীতে অবদান দক্ষিণ এশিয়ার সঙ্গীত জগতে এক অনন্য স্থান করে দিয়েছে। পাশাপাশি সামাজিক জীবনেও তিনি যে রকম ধর্মনিরপেক্ষ চিন্তাধারার ব্যক্তি ছিলেন, সেই রকম তিনি অসমের প্রতিবাদী এক কন্ঠ হিসেবে সু-পরিচত ছিলেন।
যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হোসেন লস্কর বলেন, জুবিন গর্গ ছিলেন একজন প্রতিবাদী শিল্পী। তিনি সঙ্গীতের মাধ্যমে সামাজিক অবিচার, অন্যায় ও অনাচার সম্পর্কে প্রতিবাদ প্রদর্শন করতেন।